প্যারিসে বর্ডার লাইন সিনেমার শুভ মহরত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৪ পিএম

ফ্রান্সের রাজধানীপ্যারিসের লাকরণভে এক অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বর্ডার লাইন সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যবসায়ী ব্যক্তিবর্গ, চিত্র পরিচালক ও সাংবাদিকদের উপস্থিতিতে এসময় কেক কেটে শুভ মহরত অনুষ্ঠিত হয়। Comptoir Du Bangal এর চেয়ারম্যান সাত্তার আলী সুমন এর প্রযোজনায় সাংবাদিক নয়ন মামুন এর পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় নায়িকা মাহিন সাবিন পুটুশি।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চেয়ারম্যান সমিতির উপদেষ্টা মোস্তাক আহমদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক জাগরণ এর এক্সিকিউটিভ এডিটর দুলাল আহমদ চৌধুরী, অর্ফি স্থা ডিরেক্টর ফারুক খান, চিত্র পরিচালক সাব্বির আহমেদ রিপন, ব্যবসায়ী নেতা এ কে এম আলমগীর, আইয়ুব আলী, কানাইঘাট সমিতির সাবেক সভাপতি শামীম উদ্দিন ফারুক, তরুণ ব্যবসায়ী হেলাল আহমদ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাব এর আহবায়ক ফেরদৌস করিম আখনজী।