নতুন লুকে হাজির শ্যামা!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৭ পিএম

শ্যামা তিয়াসা রায়।
ভোল বদলে ফেললেন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের শ্যামা। রূপ বদলে নতুন চেহারায় হাজির হয়েছেন সকলের প্রিয় 'কৃষ্ণকলি' শ্যামা। শাড়ি পরে ঘরোয়া সাজে নয়, সকলের চোখ ধাঁধিয়ে আধুনিক লুকে ধরা দিয়েছেন শ্যামা ওরফে তিয়াসা রায়।
সম্প্রতি ফেসবুক পেজে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের নতুন একটি প্রমো শেয়ার করা হয়েছে। যেখানে ধরা পড়েছে শ্য়ামার নতুন চেহারা। প্রমোতে দেখা যাচ্ছে, শ্যামার স্বামী নিখিল কিছুতেই স্ত্রীর মৃত্যুর কথা বিশ্বাস করতে চাইছেন না। শ্যামার স্মরণসভায় তাঁর ফটোতে লাগানো মালা ছুঁড়ে ফেলে দিতে দেখা যাচ্ছে নিখিলকে। সে কোনোভাবেই মানতে নারাজ শ্যামা আর নেই। তারপরই গাড়িতে যেতে যেতে নিখিলের চোখে পড়ে বাইক চড়ে আসা অবিকল শ্যামার ন্যায় আধুনিক এক মহিলাকে।
তবে নিখিলের দেখা এই আধুনিক মহিলাই যদি শ্যামা হন। তাহলে শ্যামা যে তার চেহারার ভোল এক্কেবারেই পাল্টে ফেলছেন তা নিশ্চিত। কৃষ্ণবর্ণা থেকে ঘরোয়া গৃহবধূ শ্যামা হয়ে উঠেছেন ফর্সা, আধুনিক বাইক চালানোয় পারদর্শী নারীতে।