কুমার বিশ্বজিৎ-মুহিন গাইবেন একই মঞ্চে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:২২ এএম

কুমার বিশ্বজিৎ-মুহিন
আগামীকাল ২০ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় ভারত-মৈত্রী উৎসবে একই মঞ্চে গান গাইবেন কুমার বিশ্বজিৎ ও মুহিন খান। দেশের বাইরে এবারই প্রথম তাদের একই মঞ্চে সঙ্গীত পরিবেশনা। এ নিয়ে বেশ উচ্ছসিত মুহিন।
মুহিন বলেন, কুমার বিশ্বজিৎদার মতো শিল্পীর সঙ্গে দেশের বাইরে একই মঞ্চে গান গাইব, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বছরের শুরুতেই এমন একটি আয়োজনে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন।
অন্যদিকে কুমার বিশ্বজিৎ বলেন, শুরুতেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। তাদের কারণেই আমরা পেয়েছি বাংলা ভাষা, কথা বলতে পারছি বাংলায়, গাইতে পারছি বাংলায়। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি, তাই প্রস্তুতিটাও বেশ ভালোভাবে নিয়েছি। সত্যি বলতে কী দেশেই হোক কিংবা দেশের বাইরেই হোক আমি যখন গান গাওয়ার জন্য মঞ্চে উঠি তখন আমি আমার সর্বোচ্চটা দিয়েই গান গাওয়ার চেষ্টা করি। যথারীতি আগরতলায় গান গাওয়ার ক্ষেত্রেও আমার সেই চেষ্টাটাই থাকবে।