×

বিনোদন

‘ফ্যামিলি ক্রাইসিস’ সেঞ্চুরির পথে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫০ পিএম

‘ফ্যামিলি ক্রাইসিস’ সেঞ্চুরির পথে

‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে শবনম ফারিয়া (বায়ে), শহীদুজ্জামান সেলিম (মাঝে), ও রুনা খান (ডানে)

   
এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকটি রয়েছে দর্শকপ্রিয়তার শীর্ষে। এই নাটকের গল্প, নির্মাণলশৈলী এবং নাটকে প্রত্যেক শিল্পীর অভিনয় দর্শককে মুগ্ধ করছে। সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত নয়টায় এনটিভিতে প্রচার চলতি এই ধারাবাহিক নাটকটি গতকাল ৯৬’তম পর্ব প্রচার হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ মার্চ ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটির শততম পর্ব প্রচার হবে এনটিভিতে। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান এবং পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রুনা খান ও এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী শবনম ফারিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন,‘ সত্যি বলতে কী ফ্যামিলি ক্রাইসিস এই সময়ের একটি অনেক দর্শকপ্রিয়, জনপ্রিয় একটি নাটক। যেখানে টেলিভিশনে দর্শকের নাটক দেখা এই সময়ে অনেকটাই কমেগেছে কিন্তু এই নাটকটি যে নিয়মিত দর্শক দেখেন তার প্রমাণ পেয়েছি আমি বহুবার। হাট বাজারে গিয়ে দর্শকের কাছ থেকে এই নাটক সম্পর্কে জেনেছি। তারা নাটকটির গল্প এবং শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন। বহুদিন পর একটি নাটকে অভিনয় করে আমি অনেক বেশি সাড়া পাচ্ছি। নাটকের নাট্যকার এবং নির্মাতার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ।’ এই নাটকে আরো যারা নিয়মিত অভিনয় করছেন তারা হচ্ছেন শর্মিলি আহমেদ, সোহেল খান, মুনিরা মুঠি, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার’সহ আরো অনেকে। এরইমধ্যে চলতি সপ্তাহেই শিল্পীরা ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের আরেকটি লটের শুটিং-এ অংশ নিয়েছেন। আগামী একুশে ফেব্রুয়ারির পর আবারো শিল্পীরা এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নিবেন। জানা যায় এনটিভি কর্তৃপক্ষও এই ধারাবাহিক প্রচারে বেশ খুশি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘সত্যি বলতে কী শেষ কবে ধারাবাহিক নাটকে অভিনয় করে এতো বেশি সাড়া পেয়েছি আমার ঠিক মনে পড়েনা। অবিশ্বাস্য রকমের সাড়া পাচ্ছি আমি ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকটিতে অভিনয় করে। আমি যখন ডাক্তারের চেম্বারে গিয়েছি, মেয়ের স্কুলে গিয়েছি, বন্ধু বান্ধবের মাঝে গিয়েছি এই নাটকের প্রসঙ্গই বেশি উঠে এসেছি। এমনকী বিভিন্ন সরাসরি সাক্ষাৎকারে দর্শক এই নাটকের প্রসঙ্গই টেনে এনেছেন। ধন্যবাদ নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজকে। ধন্যবাদ পুরো ইউনিটকে।’ নাটকে শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে রুনা খান এবং বোনের চরিত্রে শবনম ফারিয়া অভিনয় করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App