কারিনার নতুন পারিশ্রমিক কত!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২১ পিএম

কারিনা কাপুর।
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান রাজকুমার হিরানির ছবিতে কাজ করার পারিশ্রমিক হিসেবে ৮ কোটি টাকা চেয়ে বসলেন। হিরানির এই ছবিতে শাহরুখ খানেরও কাজ করার কথা। তার বিপরীতেই অভিনয়ের জন্য কারিনা এত টাকার অঙ্ক হেঁকেছেন নির্মাতাদের কাছে।
হিরানির শেষ ছবি ‘সঞ্জু’ বক্স অফিসে ঝড় তুলেছিল। কারিনার ‘গুড নিউজ’ও ভালোই ব্যবসা করেছিল। দীর্ঘদিন হিটের মুখ দেখেননি শাহরুখ। যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক এগোয়, তাহলে এই ছবি দিয়েই হয়তো কামব্যাক হবে শাহরুখের। তবে কারিনার এই বিপুল অঙ্কের পারিশ্রমিকে প্রযোজকরা রাজি হবেন কিনা, সেটাই দেখার। ইদানীং একটি রেডিও শো নিয়মিত হোস্ট করেন কারিনা।
সামনেই মুক্তি পেতে চলেছে ‘আংরেজি মিডিয়াম’, যেখানে নায়িকা কাজ করেছেন ইরফান খানের সঙ্গে। এছাড়া আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’য় অভিনয় করছেন তিনি। সেখানেও বড়সড় অঙ্কই হেঁকেছেন বেবো। যদিও সে ছবির জন্য জীবনে প্রথমবার অডিশন দিতে হয়েছিল নায়িকাকে! এবার রাজকুমার হিরানির মতো পরিচালক আর শাহরুখ খানের মতো বড় নাম দেখেই কি পারিশ্রমিকের অঙ্ক এতটা বাড়িয়ে দিলেন তিনি?