
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৯:৫২ পিএম
আরো পড়ুন
‘তুমি অনন্যা’ পুরস্কার পেলেন জয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১২:০৬ পিএম

জয়া আহসান
ওপার বাংলা কলকাতায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী জয়া আহসান। গত ৬ মার্চ কলকাতার জ্ঞান মঞ্চে এ পুরস্কার তুলে দেয়া হয় তাকে। মা রেহানা মাসউদকে নিয়ে সেখানে হাজির ছিলেন জয়া। তার পাশে আরো ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে।
বিয়োন্ড ড্রিমস আয়োজিত এ পুরস্কার পাওয়া প্রসঙ্গে জয়া বললেন, নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। প্রশংসিত একটি আয়োজন এটি। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।
‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কারের এটা ছিল ১৫তম আসর। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

জয়া আহসান
ওপার বাংলা কলকাতায় ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী জয়া আহসান। গত ৬ মার্চ কলকাতার জ্ঞান মঞ্চে এ পুরস্কার তুলে দেয়া হয় তাকে। মা রেহানা মাসউদকে নিয়ে সেখানে হাজির ছিলেন জয়া। তার পাশে আরো ছিলেন কলকাতার তারকা আবির চ্যাটার্জি, নুসরাত জাহানসহ অনেকে।
বিয়োন্ড ড্রিমস আয়োজিত এ পুরস্কার পাওয়া প্রসঙ্গে জয়া বললেন, নিঃসন্দেহে এটা ভালো লাগার বিষয়। প্রশংসিত একটি আয়োজন এটি। খুবই ভালো লাগছে এমন পুরস্কার পেয়ে।
‘তুমি অনন্যা’ শীর্ষক এ পুরস্কারের এটা ছিল ১৫তম আসর। এর আগে বাংলাদেশ থেকে এ পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা।