'টাইগার জিন্দা হ্যায়' ১০০ কোটির ক্লাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৭, ০৩:৫২ পিএম
বছর শেষে বেশ ফুর-ফুরে মেজাজে আছেন বলিউড সুপারস্টার সালমান খান এবং 'টাইগার জিন্দা হ্যায়' ছবির কলাকুশলীরা। ছবিটি মুক্তির তিন দিনেই একশো কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। একই সঙ্গে কাঁপাচ্ছে বক্স অফিস। এখন পর্যন্ত 'টাইগার জিন্দা হ্যায়' দিয়ে ব্যবসার পরিমাণ প্রায় ১১৪.৯৩ কোটি টাকা।
ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, তিন দিনে দারুণ আয় করল 'টাইগার জিন্দা হ্যায়'। মেট্রো, আধা শহর, মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে ব্যাপক চলছে ছবিটি।
সল্লু-ক্যাটের টাইগার শুক্রবার ৩৪.১০ কোটি, শনিবার ৩৫.৩০ কোটি ও রোববার ৪৫.৫৩ কোটির ব্যবসা করছে বলেও জানান তিনি।
'বজরঙ্গি ভাইজানে'র ব্যবসাও ছাপিয়ে গেছে 'টাইগার জিন্দা হ্যায়' দিয়ে। আদর্শ জানান, প্রথম ৩ দিনে বজরঙ্গি ভাইজানের আয় হয়েছিল ১০২.৬০ কোটি টাকা। আর সুলতান উপার্জন করেছিল ১০৫.৫৩ কোটি।
'টাইগার জিন্দা হ্যায়' নিয়ে এখনও পর্যন্ত সালমানের ১২টি ছবি একশো কোটি ক্লাবে ঢুকল। ছবিটি দিয়ে 'টিউবলাইট' ফ্লপের লোকসান সালমান কাটিয়ে উঠতে পারেন বলে ধারণা করছেন ভক্তরা।