স্বেচ্ছায় গৃহবন্দি তাহসান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১১:২৯ এএম

তাহসান
করোনা নিয়ে উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে। থেমে যাচ্ছে বিশ্ব বাজার, ঘরবন্দি হচ্ছে সাধারণ নাগরিক থেকে, শোবিজ জগতের তারকারা। বিশ্বের অন্যান্য দেশের তারকাদের মতো আমাদের দেশের তারকারাও কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেছেন। তার ধারাবাহিকতায় গত ১৪ মার্চ এক ফেসবুক পোস্ট শেয়ার করে কণ্ঠশিল্পী তাহসান খান তার সমস্ত শুটিং, কনসার্ট বন্ধ ঘোষণা করে স্বেচ্ছায় নিজেকে গৃহবন্দি করেছেন।
এ বিষয়ে তাহসান বলেন, যখন আমার অস্ট্রেলিয়া ও আমেরিকার কনসার্টটি বাতিল হয়েছে, তখনই বুঝেছি সামনে আমাদের দেশেও সিচুয়েশন খারাপ হবে। এখন সব কাজ বন্ধ রেখে বাসায় বসে আছি। কোনো জরুরি প্রয়োজন ছাড়া বের হবো না। বাসায় বসে অনলাইন, টিভি ও নিজের কাজের চর্চা করেই সময় কাটাচ্ছি। বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো কষ্টকর হয়ে উঠছে। তারপরও এভাবেই থাকতে চাই। এখন কাজের সময় নয়। নিজেদের বাঁচানোর সময়। নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এই সংকট মোকাবেলা করা সম্ভব।