আর দেখা যাবে না সুগ্রীবকে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০১:৪০ পিএম

রামায়ণ চরিত্রের সুগ্রীব

রামায়ণ চরিত্রের সুগ্রীব
ভারতীয় সিরিয়ালগুলোর জনপ্রিয়তা এপার বাংলায়ও কম নয়। রামায়ণ সিরিয়াল তার মধ্যে অন্যতম জনপ্রিয় । রামায়ণের নাম মুখে নিলে মনে পড়বে উদার চরিত্র সুগ্রীবের কথা। তবে এখন থেকে আর দেখা যাবে না সুগ্রীবকে। হয়তো রামায়ণ গল্পে বেঁচে থাকবেন তিনি, তবে নতুন করে সুগ্রীবকে আর ক্যামেরার সামনে আনা সম্ভব নয়।
মারা গেছেন সুগ্রীব চরিত্রে অভিনয় করা শ্যাম সুন্দর কালানি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত ৮ই এপ্রিল মারা গেছেন এ অভিনেতা। তার মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন রামায়ণের 'রাম' অরুণ গোভিল।
[caption id="attachment_214608" align="alignnone" width="700"]
রামায়ণ চরিত্রের সুগ্রীব[/caption]
'সুগ্রীব'-এর চরিত্রে জনপ্রিয় হলেও, রামায়ণে আটকে থাকেননি শ্যাম সুন্দরের অভিনয় জীবন। বড় পর্দায় হীর রাঞ্ঝা, ত্রিমূর্তি, চেলা বাবুর মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। রামায়ণের পুনঃসম্প্রচার আরেকবার স্পটলাইটে আসার সুযোগ করে দিয়েছিল শ্যাম সুন্দরকে। কিন্তু তার আগেই চিরনিদ্রায় গেলেন 'সুগ্রীব'।
