বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২০, ১২:০৫ পিএম

রামায়ণের দৃশ্য
লকডাউনে সাধারণ মানুষকে ঘরে আটকে রাখতে ৩৩ বছর পর শুরু হল রামায়ণ-এর পুনঃসম্প্রচার। নিরাশ করেনি এই ধারাবাহিক। বরং দীর্ঘ এত বছর পর টেলিপর্দায় ফিরেও মানুষের মন জয় করে বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ।
দর্শকসংখ্যার নিরিখে যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়েছে রামানন্দ সাগরের রামায়ণ। দর্শকসংখ্যার বিচারে এই শো বিশ্বরেকর্ড গড়েছে বলে এক টুইটে দাবি করছে ডিডি ইন্ডিয়া। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের দেয়া তথ্য অনুযায়ী, ১৮ই এপ্রিলের পর থেকে সকালের দিকে প্রায় ৬৬ শতাংশ হারে দর্শক কমেছে দূরদর্শনের। বিকেলের দিকে এই কমার হার ২৯ শতাংশ। সব মিলিয়ে প্রায় ৫০ শতাংশ দর্শক কমে গিয়েছে আবার।
লকডাউনের মধ্যে মানুষকে ঘরে আটকে রাখতে রামায়ণ ও মহাভারত এই ধারাবাহিক দুটির পাশাপাশি চাণক্য, জঙ্গল বুক, শক্তিমান, ব্যোমকেশ বক্সী, সার্কাসের মতো আরও কয়েকটি পুরনো ধারাবাহিক ফের দেখানো শুরু হয় দূরদর্শনের পর্দায়। তবে ৩৩ বছর পর পুনঃসম্প্রচারিত হয়ে রামায়ণের মতো এত জনপ্রিয়তা আর কোনও শো-ই অর্জন করতে পারেনি।
https://twitter.com/DDIndialive/status/1255894274073214977?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1255894274073214977&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Ftelevision%2Faired-again-after-33-years-ramayan-sets-a-world-record%2F