রবীন্দ্র জন্মজয়ন্তীতে একুশের পর্দায় 'প্রতিবেশিনী'

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২০, ০১:৫৩ পিএম

'প্রতিবেশিনী' নাটকের দৃশ্য
করোনা ভাইরাসের কারণে স্থবির সমস্ত পৃথিবী। বন্ধ হয়ে রয়েছে নতুন নাটকের শুটিং। তাই বিশেষ দিবসগুলোকে ঘিরে নির্মিত হয় নি নতুন কোনো নাটক। যার ফলে পুরনো নাটক-ই পুনরায় প্রচার করতে হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোকে।
সেই প্রেক্ষিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে নাটক প্রতিবেশিনী। শুক্রবার রাত ১০টায় নাটকটি প্রচারিত হবে৷ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে এটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন শ্রাবনী ফেরদৌস৷ নাটকটির বিভিন্ন চরিত্রে সাদিয়া জাহান প্রভা, ইরফান সাজ্জাদ, রামিজ রাজু, টুনটুনি সোবহান, ইমদাদ শপথ সহ আরো অনেকে অভিনয় করেছন৷
নাটকটি পুনরায় প্রচার নিয়ে নির্মাতা বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের সমস্ত শুটিং আপাতত বন্ধ। যার ফলে এ বছর রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নতুন নাটক নির্মাাণ করা হয় নি। প্রতিবেশিনী নাটকটি ২০১৮ সালে নির্মান করি এবং একই বছর একুশে টিভিতে প্রচারিত হয়। যেহেতু এ বছর নতুন কোনো নাটক নেই তাই তারা নাটকটি পুনরায় প্রচারিত করছে৷