কৃষ্ণাঙ্গদের সমর্থনে বিটিএস আর্মি ও কে-পপ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২০, ০৩:৩৪ পিএম

কে-পপ ও বিটিএস আর্মি
পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। এ ঘটনায় সরব হয়েছিল গোটা বিশ্ব। বর্ণবাদের বিরুদ্ধে গোট বিশ্ব নেড়ে উঠেছিল। এ আন্দোলনের সাথে সমর্থন জানিয়েছে জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস আর্মি ও কে-পপ।
পুলিশের নির্যাতনে ফ্লয়েডের মৃত্যুর পর কে-পপ ভক্তরা দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ছড়িয়ে দেয়। প্রতিবাদে উদ্বুদ্ধ করে কে-পপের এমন গানের ভিডিও ক্লিপ তারা ভাইরাল করে, সাথে হ্যাশট্যাগে বিভিন্ত উক্তি জুড়ে দেয়।
এদিকে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস তাদের টুইটার একাউন্টে বলেছে, এটি জাতিগত বৈষম্য ও সহিংসতা। তাই তারা এর বিরোধিতা করছে। এমনকি ব্ল্যাক লাইভস ম্যাটারকে ১ মিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দেয় তারা। বিটিএসের ওই টুইটার ফলোয়ার সংখ্যা ২৬ মিলিয়নের ওপরে। তাদের এ ঘোষণার পর বিটিএস ভক্তরা বিশ্বব্যাপী তহবিল সংগ্রহকারী দল "ওয়ান ইন একটি আর্মাই," গঠন করে।