২৮ হাজার টাকা ভুতুড়ে বিদ্যুৎ বিল দেখে অবাক জয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০, ০২:৪৯ পিএম

বিদ্যুৎ বিল নিয়ে জয়ার ফেসবুক পোস্ট

জয়া আহসান
ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। ব্যবহার না করেও যদি বিশাল অংকের এক বিলের কাগজ চলে আসে! তবে অবাক হবারেই কথা।
এবার ভুতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হলেন জয়া আহসান। চলিত মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা। এমন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসাতে বিব্রতকর পরিস্থিতি পরেছেন তিনি। পরবর্তীতে তিনি তার ফেসবুকে এই ব্যপারটি তুলে ধরেন।
[caption id="attachment_228965" align="alignnone" width="700"]
তার এই ফেসবুক স্ট্যাটাস দেখার পর অনেক মিডিয়া ব্যক্তিত্বরাও সেখানে তাদের সাথে একই রকম ঘটনা ঘটেছে বলে কমেন্ট করেন।
নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, আমার সাথেও একই ঘটনা গত মাসে ঘটেছে, জানি না কি করবো। সেই সাথে অভিনেত্রী বন্যা মির্জাও লেখেন,আমাদেরও এমন হচ্ছে, কিছু বুঝালাম না। এমন বিদ্যুৎ বিলে সাধারণ মানুষের পাশাপাশি এবার ভুক্তভোগী হচ্ছেন তারকারাও।