ঈদের টেলিফিল্মে ঈশিতা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৩:১৭ পিএম

ঈশিতা
একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছিল টেলিফিল্ম ‘কেন’। ‘কেন’ রচনা করেছেন শহীদুজ্জামান শাওন। নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। যদিও গত ফেব্রুয়ারিতে ‘কেন’ টেলিফিল্মের শুটিং হয়েছে। অবশেষে আগামী ঈদে আরটিভিতে প্রচার হবে ‘কেন’ টেলিফিল্মটি। আরটিভিতে প্রচারের পর এটি ‘গানচিল’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
‘কেন’তে অভিনয় প্রসঙ্গে ঈশিতা বলেন,‘ একজন অভিনেত্রী হিসেবে অভিনয় করার আগ্রহতো মনের ভেতর থেকেই যায় সবসময়। কিন্তু আমার অভিনয় করার ক্ষেত্রে গল্প এবং আমার চরিত্রটি ভালো হওয়া খুব জরুরী। কেন একটি রোমান্টিক গল্পে নির্মিত। আমার চরিত্রেও দর্শক ভিন্নতা খুঁজে পাবেন আশা করছি। আশা করছি ভালোলাগবে সবার কেন টেলিফিল্মটি।’
এদিকে করোনার এই ভয়াবহতায় নতুন কোন কাজই করেননি ঈশিতা। সবকিছু আগের মতো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত কোন শুটিং-এ ফিরছেন না বলেও জানিয়েছেন তিনি। এদিকে গত বছরের অনেকটা সময় তিনি গানে সময় দিয়েছেন। প্রয়াত লাকী আখান্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটি নতুন করে গেয়েছেন তিনি এবং তার ছেলে যাভীর। গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। ঈশিতার একক সর্বশেষ গান হচ্ছে আমার অভিমান’। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। ‘আমার অভিমান’ গানটি প্রসঙ্গে ঈশিতা বলেন,‘ আমার অভিমান গানটি প্রকাশ পেয়েছে গত বছর। কিন্তু গানটির জন্য এখনো বেশ সাড়া পাচ্ছি।’