আগুনে পোড়া বেনাপোল এক্সপ্রেসের সেই চন্দ্রিমাকে খুঁজছেন চঞ্চল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম

চন্দ্রিমা ও চঞ্চল
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একাধিক যাত্রী। এ তালিকায় আছেন অভিনেতা চঞ্চল চৌধুরীর শিক্ষকের কন্যা চন্দ্রিমা চৌধুরী। স্বজনরা খুঁজে পাচ্ছে না তাকে। তার খোঁজ করছেন চঞ্চল নিজেও। সামাজিক মাধ্যমে দিয়েছেন নিখোঁজ সংবাদ।
শনিবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুকে চন্দ্রিমা চৌধুরীর ছবি প্রকাশ করেছেন চঞ্চল। শুরুতেই নিজের পোস্ট শেয়ার করতে আনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল রাত নয়টায় বেনাপোল এক্সপ্রেস ঢাকাগামী যে ট্রেনটিতে আগুন লেগেছিল ঐ ট্রেনের চ বগিতে বেলগাছি এ জেড উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রয়াত প্রিয় শিক্ষক চিত্ত রঞ্জন প্রামানিক এর মেয়ে চন্দ্রিমা চৌধুরী (সৌমি) ছিল। তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই বগি/ট্রেনে যাতায়াতকারী কেউ, কোনো হাসপাতাল,পুলিশ ষ্টেশন /যেকোনো স্থানে কেউ তাকে দেখে থাকলে দ্রুত জানানোর জন্য বিনীত অনুরোধ করছি!
এরপর নিখোজ তরুণীর বর্ণনা দিয়ে চঞ্চল লিখেছেন, নাম- চন্দ্রিমা চৌধুরী (সৌমি), বয়স- ২৮ বছর, লিঙ্গ– মহিলা, উচ্চতা- ৫ ফুট(আনুমানিক)। পোশাক- মেরুন রংয়ের জামা ও একই রংয়ের চাদর। সঙ্গে আকাশী রংয়ের সোয়েটার পরিহিত ছিল।
গতকাল (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন নারী ও শিশুসহ চারজন। দগ্ধ আরও আটজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।