×

বিনোদন

২০০ বছর আগে মরে যাওয়া ব্যক্তির হঠাৎ আগমন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৭ পিএম

২০০ বছর আগে মরে যাওয়া ব্যক্তির হঠাৎ আগমন!

ছবি: সংগৃহীত

   

নজর মিয়া প্রায় দুইশত বছর আগে মারা গেছে। তার রেখে যাওয়া সম্পদ ভোগ করছে তারই ছোট ছেলের পোতা শামীম। শামীম লোক ঠকিয়ে জোর-জবরদস্তি করে অন্যের সম্পদ নিজের করে নিয়েছে। একদিন আচমকা তার বাড়িতে হাজির হয় নজর মিয়া। মৃত লোককে দুইশত বছর পর জীবিত দেখে অবাক হয়ে যায় তার পরিবারের সবাই। 

শামীমের মতো হবহু দেখতে নজর মিয়া জমির দলিল আর কাগজপত্র নিয়ে সম্পদের দাবী করতে থাকে। এদিকে শামীম কিছুতেই তা বিশ্বাস করতে পারে না। কিন্তু চেহারার সঙ্গে হুবহু মিল থাকায় সে চিন্তায় পড়ে যায়। সে নজর মিয়াকে পুলিশের কাছে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। শামীম রাতে ঘুমের মধ্যে ভৌতিক আওয়াজ শুনতে পায়।

পরক্ষণেই উঠানে এসে সে নজর মিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতে সে ভয় পেয়ে যায়। হঠাৎ শামীম বুঝতে পারে এতক্ষণ ঘুমের মধ্যে সে স্বপ্নে বিভোর ছিল। আসলে নজর মিয়া বলে বাস্তবে কেউ নেই। সে সিদ্ধান্ত নেয় পরদিনই জোর করে দখলে ও ঠকিয়ে নেয়া সকল সম্পদ ফেরত দেবে। অবশেষে শামীমের মধ্যে শুভ বোধের উদয় হয় এবং সে অনুধাবন করে মানুষ মারা গেলে কবরে কিছুই নিয়ে যেতে পারে না।


এমনই গল্পে দেখা যাবে নাটক ‘দম ফুরালেই ঠুস’। লিটু সাখাওয়াতের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। অভিনয় করেছেন মনির আহমেদ শিমুল, রিমি করিম, মাইশা, আশরাফুল আশিক ও আদিত্য আলম। শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে এই নাটকটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App