ভুল চিকিৎসায় মারা গেলেন ‘দঙ্গল’ ছবির ববিতা!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম

আমির খানের ‘দঙ্গল’ সিনেমার দৌলতে হরিয়ানার ফোগাট-বোনদের লড়াইয়ের কাহিনী এখন ভারতীয় ক্রীড়ামহলে বহুল প্রচারিত। তাদের লড়াইয়ের কাহিনীই তুলে ধরা হয়েছিল সেই সিনেমায়। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ, সান্য মালহোত্রা ও সুহানি ভাটনাগরের। এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে।
মাত্র ১৯ বছরে প্রয়াত আমিরের পর্দার মেয়ে সুহানি। ‘দঙ্গল’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগাট’র চরিত্রে। খবর আনন্দবাজারের।
শোনা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রীর। দিল্লি এমস-এ ভর্তি করানো হয় তাকে। চিকিৎসা শুরু করা হয় তার। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন তিনি। সেখান থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়, শরীরে তরল পদার্থ জমতে শুরু করে। সেই থেকেই এই তরুণী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ফরিদাবাদের মেয়ে সুহানি। শনিবার সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।