প্রাক্তন স্ত্রী কিরণের ছবির প্রচারে আমিরের নাম

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৩:০২ পিএম

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লাপাতা লেডিস’। দর্শকের প্রশংসাও কুড়িয়েছে এই ছবি। আমির খান এই ছবির প্রযোজক। আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন।
দু’জনের দাম্পত্য সম্পর্ক নেই বহু দিন হল। কিন্তু যোগাযোগ অটুট আছে এখনও। একই ভবনের দুটো আলাদা ফ্ল্যাটে থাকেন দুজনে। তারা স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি এতটুকুও।
কিরণের ছবির প্রযোজনা করেছেন আমির। আমিরের তারকা ভাবমূর্তি যে এই ছবির প্রচারে অনেকটা কাজে এসেছে তা প্রকাশ্যেই জানিয়েছেন কিরণ। আমির এই ছবির সঙ্গে যুক্ত আছে বলেই যে ‘লাপাতা লেডিস’ নিয়ে হইচই, তা স্পষ্ট করে বলেছেন কিরণ।
এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘‘আমি তো এই ছবির প্রচারের জন্য পুরোপুরি আমিরকে ব্যবহার করেছি। আমিরের নাম এই ছবির সঙ্গে না জড়ালে হয়তো এতটাও প্রচার পেতাম না। আমির অনেক বড় নাম। আমাদের ছবি ততটাও বড় নয়। ছবিটি আমি বানিয়েছি, কিন্তু অনেকেই জানেন যে ছবিটা আমিরের। তাতে আমার কোনও সমস্যা নেই। আমিরের কথা ভেবেও যদি কেউ এই সিনেমা দেখতে যায়, তাহলেও আমার লাভ।’’