×

বিনোদন

বাঁধন কি পারবে ‘এশা মার্ডার’র রহস্য ভেদ করতে? (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম

বাঁধন কি পারবে ‘এশা মার্ডার’র রহস্য ভেদ করতে? (ভিডিও)

সিনেমার দৃশ্যে অভিনয়শিল্পীরা

   

রহস্যঘেরা আবহ, নৃশংসতার চিহ্ন, উদ্ঘাটনের চেস্টা; এমনই ঝলকে সামনে এলো সানী সানোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’র টিজার। যেখানে পুলিশ অফিসার লিনা রূপে ধরা দিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির এক মিনিট চার সেকেন্ডের টিজার প্রকাশ পায়, যা দর্শকদের নিয়ে গেছে টানটান উত্তেজনায় ভরা রহস্যময় এক গল্পের ভেতর।

কপ ক্রিয়েশন ও বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছবিটিতে বাঁধনের সঙ্গে অভিনয় করেছেন নবাগত পূজা এগনেজ ক্রুজ। চাঞ্জল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’। সহযোগী প্রযোজনা সংস্থা হিসেবে যুক্ত আছেন লিডস এন্টারটেইনমেন্ট।

গত বছর নভেম্বরে বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমাটির নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। এরই মধ্যে প্রায় ৯৫ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির। এটি আগামী ঈদুল আজহা'য় দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘এএসপি লিনা চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে, গল্পটা যেহেতু আমার দারুণ লেগেছে তাই এই চ্যালেঞ্জ নিয়ে আমি নিজেকে প্রস্তুত করেছি। আমার বিশ্বাস দর্শকরা টিজারে সেটার কিছু প্রমাণ পেয়েছেন।’

নবাগত পূজা ক্রুজ বলেন, ‘এশা চরিত্রের এশা হয়ে উঠার জন্য দীর্ঘদিন চর্চা করতে হয়েছে। টিমের সবাই কষ্ট করেছেন। সকলের সম্মিলিত সেই প্রচেষ্টার কিছুটা ছাপ হয়তো টিজারে পাওয়া গেছে। তবে, আমার চলচ্চিত্রে আগমনের শুরুতেই এমন বড় প্রজেক্টে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

ছবিটির লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ‘এই টিজারে পুরো চলচ্চিত্রের একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করার চেষ্টা করেছি, যা দেখে দর্শকরা সিদ্ধান্ত নিতে পারেন যে, এশা মার্ডার তাঁরা দেখবেন কি, দেখবেন না। যদিও গান, ট্রেলারসহ আরও কত কি এখনো বাকি।’

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বিঞ্জ-এর কনটেন্ট হেড উম্মে খাইরুন সুইজি জানান, ‘‘বিঞ্জের পক্ষ থেকে আমাদের সব সময় চেষ্টা থাকে মানসম্মত কন্টেন্ট তৈরি করা। তার ধারাবাহিকতায় 'এশা মার্ডার : কর্মফল'-এর সাথে আমাদের যুক্ত হওয়া। আশা করি টিজারটি সেটার প্রমাণ রাখতে পেরেছে।’’

চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, আজমেরী হক বাঁধন, পূজা এগনেজ ক্রুজ, মিশা শওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App