দর্শকের চাপে শো বাড়লো ‘রাজকুমার’র

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৩১ পিএম

শাকিব খান
মুক্তির দিন থেকেই শাকিব খানের ‘রাজকুমার’ দেখতে সিনেমা হলে লাইন ধরেছে দর্শক। সেইসঙ্গে চলছিল টিকিটের হাহাকার। সিনেপ্লেক্সর পাশাপাশি সিঙ্গেলস্ক্রিনেও একই চিত্র দেখা গেছে। এবার দর্শকের চাপে ছবিটির শো বাড়ালো স্টার সিনেপ্লেক্স।
মঙ্গলবার (এপ্রিল) সন্ধ্যায় কয়েক ঘণ্টার মধ্যে অগ্রীম টিকিট শেষ হয়ে যায় ছবিটির। এই ধারাবাহিকতা চলমান। তবু কমছে না দর্শকের ভিড়। ফলস্বরুপ ১৩টি থেকে ১৭টি শো করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে ‘রাজকুমার’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।
রাজধানীর মিরপুরের স্টার সিনেপ্লেক্স-সনি ১টি, বঙ্গবন্ধু মিউজিয়ামে ২টি রাজশাহীতে ১টি শো বেড়েছে। ১২৫ হলে মুক্তি পেয়েছে ছবিটি। রেকর্ড পরিমাণ বুকিং মানি দিয়ে ছবিটি নিয়েছেন হলমালিকরা।
প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।
প্রসঙ্গত, আরশাদ আদনানের প্রযোজনায় এতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।