×

বিনোদন

দেশি শিল্পীদের সঙ্গে ঢাকা মাতাবেন আতিফ-কিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:৫৭ এএম

দেশি শিল্পীদের সঙ্গে ঢাকা মাতাবেন আতিফ-কিং

ছবি: সংগৃহীত

   

আবারো ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম। এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন  তিনি। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন তিনি।  

 জানা গেছে, ১৮ ও ১৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে আয়োজিত হবে ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’। দুই দিনের এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শ্রোতাদের গান শোনাবেন আতিফ আসলাম। ওই দিন তার সঙ্গে আরো পারফর্ম করবেন মাশা ইসলাম, আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল। এ কনসার্ট উপভোগ করতে বাংলাদেশের শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন আতিফ। ভিডিওতে তিনি বলেন, ‘শ্রোতাদের সরাসরি গান শোনাতে বাংলাদেশে আসছি। ১৯ এপ্রিল লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে থাকব আমি। এখনই টিকিট সংগ্রহ করুন। আশা করি দেখা হবে।’

আতিফ আসলাম ছাড়াও এ কনসার্টে গাইবেন আরো এক বিদেশি শিল্পী—কিং। লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে তিনি গাইবেন প্রথম দিন ১৮ এপ্রিল। ‘মান মেরি জান’ ও ‘তু আকে দেখ লে’খ্যাত ভারতীয় এ র‍্যাপারের এবারই প্রথম বাংলাদেশ সফর। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুককে কিং জানিয়েছেন, এ কনসার্টে ‘তু জানে না পিয়া’, ‘আইকনিক’, ‘পাবলো’, ‘সারকারে’, ‘মান মেরি জান’সহ নিজের জনপ্রিয় গানগুলো শোনাবেন তিনি। কিং বলেন, ‘আমাদের ইচ্ছা আছে, গান নিয়ে সারা বিশ্বের শ্রোতাদের কাছে পৌঁছানোর।

অনেকদিন ধরে বাংলাদেশে গাওয়ার ইচ্ছা ছিল। অবশেষে সে ইচ্ছা পূরণ হচ্ছে।’ ১৮ এপ্রিল কনসার্টে কিংয়ের সঙ্গে আরো থাকবে ব্যান্ড ইলেকট্রিক এক্সট্যাসি, শূন্য ও আফটারম্যাথ। বেলা ৩টা থেকে শুরু হয়ে এ কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রতিদিনের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৪ হাজার টাকা। দুই দিনের টিকিট একসঙ্গে কেনা যাবে ৭ হাজার টাকায়। কনসার্টটি আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App