×

বিনোদন

সালমানের অন্দরমহল দেখে হতবাক নেটপাড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১১:৩১ এএম

সালমানের অন্দরমহল দেখে হতবাক নেটপাড়া

ছবি: সংগৃহীত

   

মাসে ১৬ কোটি টাকা আয় করেন সালমান খান, অথচ দু-কামরার সাদামাটা ফ্ল্যাটেই থাকেন বলিউডের ভাইজান। অভিনেতার ফ্ল্যাটের অন্দরের ভিডিয়ো দেখে হতবাক নেটপাড়া। 

সালমানের বাড়ির সামনে বন্দুকধারীদের হামলা ঘিরে চাঞ্চল্য দেশজুড়ে। উদ্বিগ্ন ভাইজানের ভক্তরা। তবে দাবাং খান রয়েছেন নিজ মেজাজেই, নিজের কাজের শেডিউল বদলাননি নায়ক। ভয়ে গুটিয়ে থাকতে না-রাজ নায়ক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মঙ্গলবার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে হাজির হন এবং অভিনেতার বাড়িতে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনায় সালমান ও তার পরিবারকে সবরকম সুরক্ষার আশ্বাস দিয়েছেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সালমান এবং তার পরিবারের বৈঠকের অভ্যন্তরীণ ছবি ভাইরাল হতেই চর্চায় সালমানের সাদামাটা লাইফস্টাইল। 

বলিউডের অন্যতম বড় সুপারস্টার সালমান । জানা যায়, ২৯০০ কোটি টাকার মালিক তিনি। মাসে ১৬ কোটি টাকা আয় করেন ভাইজান। অথচ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টর দু-কামরার যে ফ্ল্যাটে থাকেন সালমান তা নিতান্তই সাদামাটা। 

গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই বেড়ে ওঠা সালমানের। চার ভাইবোন, দুই স্ত্রীকে নিয়ে ছোট্ট ফ্ল্যাটে থাকতে অসুবিধা হওয়ায় বহু বছর আগেই একই অ্যাপার্টমেন্টে নীচের ফ্লোরে আরও একটি ফ্ল্যাট কেনেন সেলিম খান। সেখানেই একটা ঘরে থাকত দুই মেয়ে অলভিরা ও অর্পিতা, অন্যটিকে তিন ভাই সালমান, সোহেল ও আরবাজ। বিয়ের পর আলাদা সংসার পাতেন সোহেল-আরবাজ। তবে গ্ল্যালাক্সি ছেড়ে বার হননি সালমান । অভিনেতার বেডরুমে একটি খাট ও বসার চেয়ার ছাড়া বিশেষ কোনও আসবাবপত্র নেই সে কথা করণ জোহরের শো-তে নিজের মুখেই জানিয়েছেন নায়ক।  

এদিন সালমানের বাড়ির অন্দরের ছোট্ট ড্রয়িং রুমের ঝলক মিলল। সেখানে অতি সাধারণ গ্লাস টেবিল এবং ধূসর প্রিন্টেড সোফা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সোফায় বসে সেলিম খান। উলটো দিকের সোফা-সিটে সালমান। দেখনদারি না-পসন্দ অভিনেতার। শুধু তা নয়, বাবা-মার ছত্রছায়াতেই থাকতে ভালোবাসেন তিনি। 

মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান শাহরুখের মান্নাত। দুই খানের মধ্যে স্টারডম নিয়ে রেষারেষি থাকলেও বাসভবন নিয়ে কোনও রকম বিলাসিতায় বিশ্বাসী নন সালমান। কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে সালমান জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে তার হিংসে হয়েছে, কারণ সেটি আয়তনে তার বাড়ির থেকেও ছোট। ভাইজান বলেছিলেন, যখন আমায় দিদি তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন আমার মনে একটাই বিষয় ছিল যে সত্যিই তার এতটা ছোট কিনা। মানে আমার বাড়ির থেকে ছোট কিনা।

সালমান  আরও বলেছিলেন, ‘ওনার (মমতা) বাড়ি আদতে আমার থেকেও ছোট, সেটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। যে মানুষ এরকম পদে আছেন, তার বাড়ি কীভাবে আমার থেকে ছোট থেকে হতে পারে?'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App