×

বিনোদন

মা হচ্ছেন জয়া আহসান!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পিএম

মা হচ্ছেন জয়া আহসান!

ছবি: সংগৃহীত

   

দুই বাংলায় জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া আহসান। স্বাভাবিকভাবেই এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে কৌতূহলী তার অনুরাগীরা। ১৯৯৮ সালে জমিদার পরিবারের ছেলে খ্যাতনামা মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিয়ে হয় জয়ার। তখন জয়া মাসুদ থেকে হয়ে ওঠেন জয়া আহসান। ১৩ বছর সংসার করার পরে ২০১১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।  ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউই মুখ খোলেননি তারা। সম্প্রতি গণমাধ্যমে প্রেম ও বিয়ে প্রসঙ্গে মুখ খুলেন তিনি। এবার জানা গেলো মা হচ্ছেন জয়া আহসান।

তবে বাস্তবে নন, সিনেমা জগতে প্রথমবারের মত মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। হিন্দি ভাষার সিনেমা ‘কড়ক সিং’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জয়া আহসান। এর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী দীর্ঘ দশ বছর পর এবার নির্মাণ করতে যাচ্ছেন বাংলা সিনেমা, নাম ‘ডিয়ার মা’। আগামী মে মাস থেকেই শুরু হবে এর শুটিং।

আরো পড়ুন: বিয়ে-বিচ্ছেদ নিয়ে যা বললেন জয়া

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার-এগুলো নিয়ে এগোবে ছবিটি। ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব।’

তিনি বর্তমানে সিনেমাটির কর্মশালায় আছেন জয়া। বললেন, ‘টনিদা তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। আমাদের এই ছবি নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App