ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন কি সত্যি হলো? (ভিডিও)

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
মা হতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। এর মধ্যেই ভাইরাল ক্যাটরিনা কাইফেরি একটি ভিডিও। লন্ডনের রাস্তায় স্বামী ভিকি কৌশলের হাত ধরে ঘুরছিলেন নায়িকা। তা দেখেই নেটপাড়ার প্রশ্ন, দীপিকার পর কী এবার ক্যাটরিনার পালা? অন্তঃসত্ত্বা হয়েছেন ক্যাটরিনা?
সম্প্রতি ক্যাটরিনাকে নিয়ে লন্ডন পাড়ি দিয়েছেন ভিকি কৌশল। আর লন্ডনেই বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। অভিনেত্রী এমন ওভারকোট পরেছিলেন যাতে তার শরীর প্রায় ঢেকে যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তার গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
আরো পড়ুন: অমিতাভের বিরহে নেশায় আসক্ত হয়েছিলেন রেখা!
এই দুই তারকার ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক, এমনই আশা অনুরাগীদের।
ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন এ তারকা যুগলের।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন