×

বিনোদন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৮:০৪ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শাহরুখ খান!

ছবি: সংগৃহীত

   

আচমকাই অসুস্থ বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। আইপিএল ম্যাচের মাঝখানেই অসুস্থ হয়ে পড়েন ‘কিং খান’। এই মুহূর্তে আহমেদাবাদ রয়েছেন শাহরুখ। সেখানে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা গেছে, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক করেছেন জনপ্রিয় এ অভিনেতা।

বুধবার (২২ মে) সকাল ১১ টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। এরপর দুপুর ১টার সময় শাহরুখকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা পর বলিউড বাদশাহ এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম সূত্রের খবর পাওয়া গেছে। 

আহমেদাবাদের কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, শাহরুখ খান আহমেদাবাদে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উচ্চ তাপমাত্রার মধ্যে পানিশূন্যতায় ভুগছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং পর্যাপ্ত বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তার স্বাস্থ্য স্থিতিশীল থাকলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও বলিউড বাদশাহর টিমের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। 

এদিকে এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (২১ মে) কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে ছিলেন অভিনেতা। এই ম্যাচের জন্য দুদিন আগে আহমেদাবাদে পৌঁছেছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক শাহরুখ খান রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দলের জয় উদযাপন করেন। তার মেয়ে সুহানা খান এবং ছেলে আব্রাম খানও এ সময় মাঠে ছিলেন।

ম্যাচ শেষ হওয়ার পরে গভীর রাতে দলের সঙ্গে আহমেদাবাদের আইটিসি নর্মদা হোটেলে পৌঁছেছিলেন অভিনেতা। পরের দিন সকালে তার অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে তাকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শাহরুখের স্ত্রী ও ডিজাইনার গৌরী খান, ব্যবসায়ী জে মেহতা এবং অভিনেতা জুহি চাওলা তাকে দেখতে হাসপাতালে যান।

অন্যদিকে ভারতের অনেক অংশের পাশাপাশি আহমেদাবাদেও উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই দিন গুজরাটের রাজধানীতে তাপমাত্রা ছিলো ৪৫ ডিগ্রির কাছাকাছি এবং আবহাওয়া দপ্তরও শহরে রেড অ্যালার্ট জারি করে।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফেরেন শাহরুখ খান। গত বছরে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো: ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App