‘আমি ওসবে ভয় পাই, তাই দূরে থাকি’

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৯:৩৫ এএম

জাহ্নবী কাপুর
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এই মূহুর্তে তার আসন্ন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত। সম্প্রতি রেডডিটে একটি এএমএ (আস্ক মি এনিথিং) হোস্ট করেছিলেন তিনি সেই প্রশ্নোত্তর পর্বে জাহ্নবীকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে তিনি রেডডিটে গসিপগুলি কতটা অনুসরণ করেন বা তিনি প্রায়শই প্ল্যাটফর্মটি চেক করেন কিনা।
এর উত্তরে জাহ্নবী জানান যে, তিনি রেডডিট খুব একটা পছন্দ করেন না। তবে তার বোন খুশি এটির সঙ্গে খুব বেশিরকম ভাবে যুক্ত। তিনি বলেন, ‘আমি আসলে রেডইট করি না। সত্যি বলতে, আমার মনে হচ্ছে আমি খুব অল্প সময়ের জন্য রেডডিট-এর থ্রেড এবং থিওরি শুনেছি, আর তাতেই সবসময় যেনো ভয় কাজ করছিল মনের মধ্যে। এটিকে আমার বেশ মারাত্মক মনে হয়েছে।’
জাহ্নবী আরো বলেন, ‘আমি মনে করি আমার বোন (খুশি কাপুর) রেডডিটে যা চলছে তার সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত ও আপডেটেড। মাঝে মাঝে আমি ওকে জিজ্ঞাসা করি রেডডিটে কী চলছে? কিন্তু আমি নিজে করি না। আমি জানি না কীভাবে এটা ব্যবহার করতে হয়, একবার চেষ্টা করেছিলাম। আমি ওসবে ভয় পাই। আমি এটি থেকে নিজেকে কিছুটা হলেও দূরে রাখতে চাই।’
কয়েকদিন আগে জাহ্নবী কাপুর প্রথমবার চেন্নাইয়ের মুপাথাম্মন মন্দিরে গিয়েছিলেন। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন যে, চেন্নাইতে এটি তার প্রয়াত মা শ্রীদেবীর সবচেয়ে প্রিয় জায়গা। জাহ্নবী তার সফরের ছবি শেয়ার করেছেন। তাকে লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যায়। তাকে মন্দিরের পটভূমিতে পোজ দিতে দেখা যায়। ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘প্রথমবার মুপ্পাথাম্মন মন্দিরে গিয়েছি। চেন্নাইয়ে দেখার জন্য মমদের সবচেয়ে প্রিয় জায়গা।‘
পরবর্তী প্রোজেক্টের ক্ষেত্রে, জাহ্নবী কাপুরকে রাজকুমার রাও-এর সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন শরণ শর্মা, যিনি‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, আর সেখানে জাহ্নবী প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘রুহি’-এর পরে মিস্টার অ্যান্ড মিসেস মাহি জাহ্নবী এবং রাজকুমার রাওয়ের দ্বিতীয় কোলাবোরেশন।
আরো পড়ুন: