পায়েলকে যৌন হেনস্তা, অনুরাগকে সমন পাঠাল পুলিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ পিএম
অবশেষে পায়েল ঘোষের যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অনুরাগ কশ্যপকে সমন পাঠাল মুম্বই পুলিশ। ফলে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মুম্বাইয়ের ভরসোভা থানায় হাজির হতে হবে অনুরাগকে।
[caption id="attachment_243037" align="aligncenter" width="638"]
পায়েল ঘোষের হাত ধরেই বলিউডে ফের ‘মি টু’ আন্দোলন শুরু হয়েছে। প্রথমে সামাজিক মাধ্যমে অনুরাগের বিরুদ্ধে পায়েল অভিযোগ করেছিলেন। তাঁর দাবি ছিল, বন্ধ ঘরে পোশাক খুলে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন অনুরাগ। পায়েলের অভিযোগে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে তাঁকে থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়। ২২ সেপ্টেম্বর ভরসোভা থানায় গিয়ে অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তা-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেন পায়েল। যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অনুরাগ।
[caption id="attachment_243039" align="aligncenter" width="651"]
সপ্তাহের শুরুতেই আবার ভরসোভা থানায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন পায়েল। কেন বলিউড পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না তা জানতে চান। অবিলম্বে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনে যাওয়ার হুমকি দেন। মঙ্গলবার এ বিষয়ে তিনি আবার মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গেও দেখা করেন। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ রামদাস আঠাওয়ালে)। এরপর বুধবারই অনুরাগ কশ্যপকে সমন পাঠায় মুম্বই পুলিশ। ইতিমধ্যেই পায়েলকে সমর্থন করেছেন কঙ্গনা রানাউত, রূপা গঙ্গোপাধ্যায়। অনুরাগের পক্ষ নিয়েছেন তাপসী পান্নু, রিচা চড্ডা, হুমা কুরেশি, রাধিকা আপ্টে এবং অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কোয়েচলিনের মতো তারকারা।