সোনাক্ষীর বিয়ে নিয়ে অখুশি শত্রুঘ্ন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৪, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত
আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। খবর, ‘ডবল এক্স এল’ কো-স্টার জাহির ইকবালের গলায় মালা দেবেন অভিনেত্রী। দুবছর ধরে চুটিয়ে প্রেম করার পর এবার চারহাত এক হতে যাচ্ছে তাদের।
বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ পেতে আছেন সোনাক্ষী-জাহির। তবে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন ‘খামোশ’ তারকা। শত্রুঘ্নের জবাব সোনাক্ষীর বিয়ে নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিল।
তারকা সংসদ সদস্য জানান, তার কোনো ধারণাই নেই মেয়ের বিয়ে নিয়ে। মিডিয়া সোনাক্ষীর বিয়ে নিয়ে যতটুকু জানেন, কনের বাবা হিসেবে তার কাছেও নাকি সেই তথ্যই রয়েছে।
আরো পড়ুন: মোদির অনুষ্ঠানে ৩০ টাকার ওআরএস খেলেন শাহরুখ ও মুকেশ
আরো পড়ুন: বিয়ে করছেন সোনাক্ষী সিনহা, পাত্র কে
তিনি বলেন, কাছের মানুষরা প্রশ্ন করছে কেন মিডিয়া এই বিয়ের ব্যাপারে জানে, আর আমি জানি না। এইটুকুই বলব, আজকালকার বাচ্চারা বাপ-মার অনুমতি নেয়ার প্রয়োজন মনে করে না, শুধু জানিয়ে দেয়। আমরাও অপেক্ষা করছি, ওদের সিদ্ধান্তটা জানবার।
মেয়ের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রয়েছে এমনটা বলে তিনি জানান, মেয়ে কোনোদিন কোনো অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসেবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেয়ার। মেয়ের বিয়ের খবর সত্যি হলে প্রথম সারিতে দাঁড়িয়ে নাচবেন বলেও জানান এই অভিনেতা।