×

বিনোদন

যে কারণে শাকিবে মুগ্ধ পায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৯:৫৩ এএম

যে কারণে শাকিবে মুগ্ধ পায়েল

শাকিব খান ও পায়েল সরকার। ছবি: সংগৃহীত

   

টলিউডে একের পর এক ছবিতে অভিনয় করছেন শাকিব খান। ‘তুফান’ ছবিতে তার বিপরীতে দেখা গেছে মিমি চক্রবর্তীকে। এবার ‘দরদ’ ছবিতে তার নায়িকা হয়ে আসছেন পায়েল সরকার। এর আগে দুই বাংলা প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নায়িকা ছিলেন ইধিকা পাল। 

পায়েল অবশ্য শাকিবের সঙ্গে এর আগেও কাজ করেছেন। ২০১৮ সালে তিনি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর শাকিব সঙ্গে ‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছিলেন। তবে এবারের ‘দরদ’ ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার হলেও সম্পুর্ণ ভিন্ন স্বাদের। পরিচালক অনন্য মামুন একই সঙ্গে এই ছবির প্রযোজকও। সহ-প্রযোজনায় রয়েছে টলিউডের এসকে মুভিজ। সদ্যই মুক্তি পেয়েছে ছবির টিজার। দেখা গেছে নায়ক মানসিক বিকারগ্রস্ত একজন খুনি। সিনেমায় পায়েল একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা। খবর আনন্দবাজারের।

প্রথমবার পুলিশের ভূমিকায় অভিনয় করে কেমন লেগেছে জানতে চাইলে পায়েল বলেন- ‘বরাবরই এই পদটিকে অনেক শ্রদ্ধা করি। কতবার পুলিশকে দেখেছি রোজ-ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে পথে নামতে। অনেকদিন থেকেই মহিলা পুলিশের ভূমিকায় অভিনয়ের ইচ্ছা ছিল।’

পর্দায় এক মহিলা পুলিশ কর্মকর্তার পাশাপাশি পেশাজীবনে কী ভাবে প্রতিমূহুর্তে লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয় সেটাও দেখা যাবে এই সিনেমায়। চরিত্রটিকে আরো জীবন্ত করে তুলতে শুটিংয়ের আগে পায়েল একাধিক মহিলা পুলিশ কর্মকর্তার সংস্পর্শে এসেছেন । পায়েলকে এসময় তারা নিজেদের চ্যালেঞ্জের কথা জানিয়েছেন । 

মহিলা পুলিশ কর্মকর্তাদের খুঁটিয়ে লক্ষ্য করার পাশাপাশি পায়েল অংশ নিয়েছেন অ্যাকশনেও । দৌড়ঝাঁপের জন্য বাড়তি শরীরচর্চা করতে হয়েছে তাকে, পাশাপাশি শিখেছেন পিস্তল ধরাও।

পায়েল বলেন, কাজের ফাকে শাকিবের সঙ্গে আমি পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিয়েছি। আমরা প্রত্যেকটা শট নিজেদের মধ্যে আলোচনা করেই দিয়েছি। পরিচালক অনন্য মামুন খুব বেশি প্রয়োজন না হলে অভিনয়টা  অভিনেতাদের উপরেই ছেড়ে দেন। আমরা তাই মজা করতে করতেই কাজটা শেষ করেছি। 

২০১৮ সালের পর ২০২৩ সাল অনেকে বদলেছে সাকিব। আগের থেকে আরো রোগা পাতলা হয়েছে সে। ফলে শাকিবকে আরো ঝকঝকে লাগছে দেখতে। শাকিবকে নিয়ে এভাবেই নিজের উচ্ছ্বাসের কথা জানালেন পায়েল। 

পায়েল আরো বলেন, শাকিবের মধ্যে নায়কোচিত সমস্ত গুণ রয়েছে। দুই বাংলা মিলিয়ে এখন প্রচুর কাজও হচ্ছে। সে ক্ষেত্রে শাকিব এপার বাংলায় বেশি কাজ করলে লাভটা কিন্তু টলিউডেরই।

আরো পড়ুন: শ্রবণশক্তি হারিয়েছেন অলকা ইয়াগনিক!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App