সোনাক্ষী কি পরিবারের অমতে বিয়ে করছেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০১:৩৯ পিএম

সোনাক্ষী সিনহা ও শত্রুঘ্ন সিনহা। ছবি : সংগৃহীত
আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দেবেন অভিনেত্রী। তবে তার প্রেমিক জাহির মুসলিম হওয়ায় বিয়েতে মত নেই পরিবারের। কয়েকদিন ধরেই এমন গুঞ্জন চলছিল। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহা। ফলে অনেকেই কাছেই গুঞ্জনটি বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। সুযোগ পেয়ে নেটিজেনরাও কটাক্ষ করছিলেন নায়িকাকে।
এবার নীরবতা ভাঙলেন শত্রুঘ্ন। নিন্দুকদের নিলেন এক হাত। তিনি বলেন, ‘আমাকে বলো, এটা কার জীবন? এটা শুধু আমার একমাত্র মেয়ে সোনাক্ষীর জীবন, যাকে নিয়ে আমি খুব গর্বিত। সে আমাকে তার শক্তির স্তম্ভ বলে। বিয়েতে আমি অবশ্যই থাকব। আর কেনই বা থাকব না’।
আরো পড়ুন : যে কারণে লাল পোশাকে নিষেধাজ্ঞা দিলেন সোনাক্ষী
শত্রুঘ্ন স্পষ্ট করে দেন, ‘সঙ্গী বেছে নেয়ার সমস্ত অধিকার তার মেয়ের আছে। আর জাহির ও সোনাক্ষীর জুটি নিয়ে বর্ষীয়ান অভিনেতার বক্তব্য ছিল, ‘সোনাক্ষী এবং জহিরকে তাদের জীবন একসঙ্গে কাটাতে হবে। তাদের একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে।’
১৯ জুন থেকেই শুরু হয়েছে সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজন হয়েছে বান্দ্রায় তার নিজের বাড়িতেই। অতিথির সংখ্যা কম বলেই বাড়িতে বিয়ের আয়োজন করেছেন সোনাক্ষী। এখন পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি বিয়ের মেনু বা অন্যান্য বিষয়।