তালা ভেঙে অনুপমের অফিসে ঢুকল চোর!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৪, ০৩:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
অভিনেতা অনুপম খেরের অফিসের দরজার তালা ভেঙে ঢুকল চোর। তুলে নিয়ে গিয়েছে টাকা ভর্তি আস্ত সিন্দুক। চুরি গিয়েছে সিনেমার নেগেটিভ। তছনছ গোটা অফিস।
বুধবার (২১ জুন) রাতে তার অফিসে চুরির ঘটনাটি ঘটে। এক ভিডিয়ো ‘পোস্ট’ করে বিষয়টি নিজেই জানিয়েছেন অনুপম। খবর আনন্দবাজারের।
অভিনেতা নিজের এক্স হান্ডেলে লেখেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দু’জন চোর অফিসের দু’টি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের সিন্দুকটি তুলে নিয়ে গিয়েছে এবং আমাদের প্রযোজনা সংস্থা দ্বারা নির্মিত একটি ছবির নেগেটিভও নিয়ে গিয়েছে, যেগুলি একটি বাক্সে রাখা ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় দু’জন চোরকেই দেখা গিয়েছে।
আরো পড়ুন: মেয়ের বিয়ের দু’দিন আগে অন্য রূপে শত্রুঘ্ন
সিন্দুকের টাকা, নেগটিভ ছাড়াও অফিস থেকে প্রায় চার লক্ষ টাকার জিনিস নিয়ে গেছে তারা।
অভিনেতা আরো জানান, পুলিশ আসার আগেই ভিডিয়োটি তার অফিসের লোকজন তুলে রাখেন। এ ঘটনায় আম্বোলি থানায় তিনটি ধারায় মামলা দায়ের করেন অভিনেতা। ৪৫৪ ধারা (অযাচিত ভাবে কারও বাড়িতে ঢোকা এবং অপরাধ করা), ৪৫৭ ধারা (অপরাধ করতে গিয়ে রাতের বেলায় ঘরে ঢুকে ভাঙচুর করা), ও ৩৮০ ধারায় তিনি চুরির মামলা রুজু করেছেন।