বিয়েতে কেমন সাজলেন সোনাক্ষী-জাহির

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৮:২৪ এএম

সোনাক্ষী-জাহির
বলিউড আভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়েতে কেমন সাজবেন তা নিয়ে একটা কৌতূহল ছিলই। বাকি বলিউড কনেদের মতোই সাজবেন সোনাক্ষী না কি আলাদা কোনো চমক থাকবে তার কনের সাজে, দিনভর নানা কল্পনায় ব্যস্ত ছিলেন তার ভক্তরা। অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটল। শ্বেতশুভ্র শাড়িতে কনের সাজে দেখা দিয়েছেন সোনাক্ষী।

বছর দুয়েক আগের এক বিয়েতেও কনের এমন 'সাদা'মাঠা সাজ দেখেছিল বলিউড। লাল, গোলাপি, কমলা লেহঙ্গার বদলে আইভরি রঙের অরগ্যাঞ্জা শাড়িতে সেজে রণবীর কাপূরের গলায় মালা দিয়েছিলেন আলিয়া ভাট। বিয়ের দিন উজ্জ্বল রঙের বসন ছেড়ে আলিয়ার এমন ছিমছাম সাজ নিয়ে চর্চা কম হয়নি। এবার খানিকটা সেই পথেই হাঁটলেন সোনাক্ষীও। জীবনের এমন বিশেষ দিনের জন্য সফেদ রং বেছে নিলেন।
নববধূর পরনে চিকনকারি নকশার অফহোয়াইট শাড়ি। শাড়ির সঙ্গে রং মিলিয়ে থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজ। গলায় চওড়া কুন্দনের নেকলেস। কানে ঝোলা দুল। খোঁপায় সাদা ফুল জড়ানো। দু'হাতে সোনালি চুড়ি। কপালে পাথরের ছোট্ট টিপ। হালকা মেকআপ। ছিমছাম সাজেই নতুন জীবনে প্রবেশ করলেন নায়িকা। সোনাক্ষী-জাহিরের সাত বছরের প্রেম পরিণতি পেল।

বিয়ের সন্ধ্যায় স্ত্রীর সাজের সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন জাহিরও। তিনিও সাজলেন সাদায়। ধবধবে সাদা চিকনকারির পাঞ্জাবি-পাজামায় বরবেশে প্রকাশ্যে এলেন জাহির। সইসাবুদের পর অর্ধাঙ্গিনীর হাতে চুম্বন এঁকে দিলেন জাহির। সোনাক্ষীও জাহিরকে আলিঙ্গন করে ভাসলেন আবেগে।
জাহিরের বাড়ি থেকেই পাঠানো হয়েছে সোনাক্ষীর বিয়ের সাজপোশাক। রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জাহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রং ছেড়ে অন্য কোনো রঙের পোশাক পরেন।
আরো পড়ুন: