৫৮-তেও কেন অবিবাহিত সালমান, কারণ জানালেন বাবা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
সালমান খান, বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেল। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিগত জীবন সাজাতে ব্যর্থ তিনি। একের পর এক তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীরা বিয়ে করছেন। এমনকী সালমানের হাত ধরে যারা বলিউডে এন্ট্রি নিয়েছেন তারাও ধীরে ধীরে বৈবাহিক জীবনে আবদ্ধ হচ্ছেন।
২৩ জুন রবিবার বিয়ে করলেন বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। ভাইজানের নাম যে অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছিল তারাও এখন সুখী দাম্পত্যে রয়েছেন। কিন্তু, সালমান খান আজও অবিবাহিত। এবার সালমানের বিয়ে না করার কারণ জানালেন অভিনেতার বাবা সেলিম খান।
সেলিম খান বলেন, সালমান খুবই সহজ-সরল একজন মানুষ। তাই সম্পর্কে জড়িয়ে পড়লেও বিয়ে করতে ভয় পায়। সালমান মনে করেন, কোনো মেয়েই তার মায়ের মতো সংসার গোছাতে পারবে না। আসলে, সালমান সব মেয়ের মধ্যেই মায়ের গুণগুলো খুঁজতে শুরু করে।
আরো পড়ুন: বলিউডের সবচেয়ে ধনী গায়িকা কে?
তিনি বলেন, সালমান চায় ও যে মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠে। কিন্তু আজকাল এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। তাই সালমান বিয়ে করছেন না।
প্রসঙ্গত, অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও কাউকেই ঘরণী বানাতে পারেননি সালমান। বেশ কিছুদিন রোমানিয়ান মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সবাই ভেবেই বসেছিলেন লুলিয়া ভান্তুরের সঙ্গেই হয়তো এবার সংসার বাঁধবেন এই অভিনেতা। কিন্তু ভক্তদের সেই আশায় পানি ঢেলে দেন সালমান নিজেই। সাফ জানিয়ে দিলেন ‘বিয়ে করবেন না’ তিনি।