×

বিনোদন

অন্ধকারে তুফান দেখতে গেলেন একাই!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:৪৩ পিএম

অন্ধকারে তুফান দেখতে গেলেন একাই!

তুফান সিনেমায় শাকিব খান। ছবি: সংগৃহীত

   

সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা একযোগে বিশ্বের ১৫টি দেশে। এবং শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে। বাংলাদেশে দারুণ সাফল্যের পর বিশ্বের বিভিন্ন দেশেও সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। 

তবে ভিন্ন চিত্র দেখা গেছে স্পেনের বার্সেলোনার একটি থিয়েটারে। শতাধিক আসনের থিয়েটারে মাত্র ১ জন দর্শক উপস্থিত হয়েছেন সিনেমাটি উপভোগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন চিত্রই দেখা গেছে। 

শনিবার (২৯ জুন) বিকেলে ফারিয়া আক্তার আনিতা নামের এক তরুণী বার্সেলোনার একটি থিয়েটারে হাজির হয়ে তুফান সিনেমা উপভোগ করেন। এসময় শাকিব খানের সিনেমা দেখার অভিজ্ঞতা ও থিয়েটারের চিত্র তুলে ধরেন তিনি। ভিডিওতে তরুণী দাবি করেন- ‘আমি শাকিব খানের বড় একজন ভক্ত। এই মুহূর্তে তার তুফান দেখছি বার্সেলোনা। আই লাভ মুভি। আমি তুফান-২ এর অপেক্ষায় আছি। পুরো থিয়েটারে আমি একাই কিন্তু, আমি কিছু মনে করছি না (হাহাহা)।

জানা যায়, ফারিয়া আক্তার আনিতা দীর্ঘদিন ধরে বার্সেলোনায় বসবাস করে আসছেন। তবে ঢাকায় বেড়ে উঠেছেন তিনি। ভিডিওতে, আনিতা বাদে কাউকে থিয়েটারে দেখা যায়নি। তবে তিনি বেশ উপভোগ করেছেন সিনেমাটি সেটাও জানিয়েছেন। আনিতা আরো লেখেন- ‘এটা সত্যিই ভালো মুভি, মানুষের দেখা উচিত। এই মুহূর্তে শাকিবের অভিনয় দক্ষতা এখন বলিউড অভিনেতাদের চেয়েও ভালো।’

দেশের পাশাপাশি ‘তুফান’ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আরব আমিরাত, বাহরাইন, কাতার ও ওমানে মুক্তি পেয়েছে।

উল্লেখ্য, নব্বই দশকের একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে তুফান। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবুসহ আরো অনেকে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App