আবারো বাবা হতে চলছেন আরবাজ খান!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৪২ এএম

আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান। ছবি : সংগৃহীত
বলিউডে খান পরিবারে আসছে নতুন অতিথি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে। এ গুঞ্জন অবশ্য উসকে দিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খানের ভাই আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান।
সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে একসঙ্গে দেখা গেছে এই দম্পতিকে। সেখান থেকেই ছড়িয়েছে এই গুঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যদের দাবি, হাসপাতালের সামনে ক্যামেরায় ধরা পড়তেই পাপারাজ্জিরা আরবাজ-সুরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, ‘কোনো সুখবর আছে নাকি?’ তাদের প্রশ্নের উত্তর না দিলেও হাতে হাত রেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন এই জুটি। এরপর দ্রুত গাড়িতে উঠে পড়েন।
নেটপাড়ায় এ ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। তারা বলছেন, সুখবর দিতে চলেছেন আরবাজ ও সুরা। যদিও এমন মন্তব্যে এখনো কোনো প্রতিক্রিয়া করেননি আরবাজ ও সুরা।
প্রসঙ্গত, বলিউড সেলিব্রেটি মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৩-এর ডিসেম্বরে সুরা খানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ। বিয়ের আগে প্রায় এক বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।
আরো পড়ুন : ‘কোন কাজেই আমি মনিটর দেখতে অভ্যস্ত নই’