ঈদে নতুন রেকর্ড গড়লেন ফারহান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০২:০৫ পিএম

ছবি: সংগৃহীত
ক্যারিয়ার শুরু থেকেই কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাস করেন সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। চরিত্রের প্রয়োজনে মিশে যান একদম কাঁদা-মাটির সঙ্গেও। প্রতিটি নাটক নিজেকে ভাঙছেন ফারহান। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি, ফারহান অভিনীত ঈদুল আজহায় ৮ টিভি নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টেলিভিশন ও ইউটিউবে চ্যানেলে। নাটকগুলোর নাম, মাস্তান, নূর,হৃদয় জুড়ে তুমি,ফিদা,যে পাখি ঘর বোঝেনা, লটারি, তুই জীবন।
এরমধ্যে একটি নাটক এখনো ইউটিউবে প্রকাশ হয়নি। এই নাটকের ভিউ প্রায় সাড়ে ৫ কোটি। অল্প সময়ের এতো ভিউ বলা যায় নতুন এক রেকর্ড ফারহানের ক্যারিয়ারে। ইউটিউব ভিউয়ের দিক দিয়েও রয়েছে এগিয়ে ফারহানের নাটকগুলো। ভিন্ন ভিন্ন গল্প ও বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন তিনি এবারের ঈদে মাস্তান, লটারি, যে পাখি ঘর বোঝেনা, নূর, ফিদা, হৃদয় জুড়ে তুমি কাজগুলো নিয়ে প্রশংসার পাশাপাশি আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে ফারহান। সেগুলো লক্ষ করা যাচ্ছে বিনোদন ভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে।
প্রসঙ্গে ফারহান বলেন, এবার ঈদুল আজহায় আমার ৮টি নাটক প্রচারিত হয়েছে। প্রতিটি নাটকের মধ্যে দর্শক সিনেমা ফ্লেভার খুঁজে পাবেন। সহশিল্পী, নির্মাণ ও গল্প সবকিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করেছি। ঈদের কাজগুলোর জন্য সর্বোচ্চ পরিশ্রম করেছি আমি। টানা দেড় মাস ঈদের নাটক নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। ক্লান্ত শরীরকে বিশ্রাম দিতে ঈদের ছুটি কাটছে বিছানায়।
আরো পড়ুন: ‘তুফান’ নিয়ে ট্রলকারীদের জবাব দিলেন মিমি
কাজের বিষয়ে মুশফিক আর ফারহান বলেন, সবগুলো কাজে যে কষ্ট করেছি, চ্যালেঞ্জ নিয়েছি সেটা কেউ বিট করতে পারেনি আর পারবেও না। অন্যান্য সময়ের তুলনায় এবারের কাজগুলো বেশ চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া এবারের প্রতিটি কাজেই ছিল আলাদা আলাতা সহ-অভিনেত্রী। সব মিলিয়ে নিজের সবচেয়ে ভালোটা দেয়ার চেষ্টা করেছি।
ভিউয়ের বিষয়ে অভিনেতা বলেন, প্রতিটি ভালো কাজের যে ১০টা গুরুত্বপূর্ণ অংশ তার মধ্যে অন্যতম হচ্ছে ভিউ। আর আমার সব কাজের উদ্দেশ্যই হচ্ছে দর্শকদের কাছে পৌঁছে দেয়া তাদের ভালোবাসা পাওয়া। এ জন্য ভিউ অনেক গুরুত্বপূর্ণ।
ফারহান আরও বলেন, আমি কাজ করি দর্শকদের জন্য। দর্শকরা ভালোবেসে অনেক সময় অনেক উপাধি দেন। তবে যখন কেউ স্টার, সুপারস্টার বলে সম্বোধন করেন তখন একটু আনইজি লাগে। আমি সব সময় একজন সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই। আমি বরাবরই গতানুগতিকের বাইরে কাজ করার চেষ্টা করি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিটি নাটকে নিজেকে অন্যরকমভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।