×

বিনোদন

করণের শো’তে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে তারকারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১০:৫৮ এএম

করণের শো’তে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যে তারকারা

করণ জোহার

   

বলিউডের প্রথম সারির ছবি নির্মাতা করণ জোহার। শো ছোট পর্দায় তার উপস্থাপনায় ‘কফি উইথ করণ’ রিয়্যালিটি শো কম জনপ্রিয়তা লাভ করেনি। এবার ছোট পর্দার পর ওটিটির পর্দায় সম্প্রচার শুরু হয়েছে এই শোয়ের। বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার জন্য বিতর্কের মুখেও পড়েছে করণের এই শো। আর এই বিতর্কের কারণেই বলিউডের বহু তারকাই নাকি করণের শো থেকে মুখ ফিরিয়েছেন। সেই তালিকায় রয়েছে শাহরুখ খান, অনুষ্কা শর্মা, অক্ষয় কুমারের মতো বহু নামী তারকা।

শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের বন্ধুত্ব বলিপাড়ার কারো অজানা নয়। শুরুর দিকে করণের শোয়ে প্রায় প্রতিটি সিজনে অতিথির আসনে দেখা যেত শাহরুখকে। কিন্তু পরে তিনি বন্ধুর শোয়ের আমন্ত্রণ ফিরিয়ে দেন।

করণের শোয়ের পঞ্চম সিজনে শেষ দেখা গিয়েছিলো শাহরুখকে। তারপর আর দেখা যায়নি তাকে। এই প্রসঙ্গে করণ এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘‘শাহরুখ প্রচার থেকে দূরে থাকতে চান। তাই ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।’’

করণের শোয়ে আগে একাধিকবার অতিথি হয়েছেন আনুষ্কা শর্মা। শোয়ের অষ্টম সিজনেও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সঞ্চালক। কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

বলিপাড়ার গুঞ্জন, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আনুষ্কা। বিরাট কোহলির সঙ্গে দাম্পত্যজীবন কেমন কাটান, অথবা কন্যা ভামিকার প্রসঙ্গে কোনো রকম আলোচনা থেকে বিরত থাকতে চেয়েছিলেন অভিনেত্রী। শোয়ে গেলেই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সে কথা আন্দাজ করেই শোয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি।

বলিপাড়ার অভিনেত্রী এবং হিমাচল প্রদেশের মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত। করণের শোয়ে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনিও। অতিথির আসনে বসে করণকে নিয়ে মজা করার সুযোগও ছাড়েননি কঙ্গনা। কিন্তু তারপর সেই শো থেকেই মুখ ফিরিয়ে নেন তিনি।

বলিপাড়া সূত্রে খবর, করণের শোয়ের সমালোচনা করেন কঙ্গনা। করণের স্বজনপোষণের মনোভাব এবং সেই শোয়ে তার প্রভাব নিয়ে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী-সাংসদ। করণের শোয়ে যে আর কোনো দিন তাকে দেখা যাবে না সেই মন্তব্যও করেছিলেন কঙ্গনা।

আরো পড়ুন: অতীতের দ্বন্দ্ব-গুপ্ত প্রেম নিয়ে যা বললেন ইমরান হাশমি

শোয়ের অষ্টম সিজনে অতিথি হিসেবে আসার জন্য বলি অভিনেতা রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানো হলেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা। শোনা যায়, কেউ গোপনীয়তার বেড়া লঙ্ঘন করুন তা চান না রণবীর। শোয়ে গেলে নানা রকম বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হতে পারেন বলে মনে করেছিলেন তিনি। গোপনীয়তা বজায় রাখবেন বলেই নাকি করণের শোয়ে যেতে চাননি তিনি।

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অজয় দেবগন বরাবর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন। বলিপাড়ার কোনো অনুষ্ঠান বা পার্টিতেও সচরাচর দেখা মেলে না অজয়ের। করণের শোয়েও নাকি যেতে চান নি তিনি।

বলিপাড়ার একাংশের দাবি, করণের শো থেকে বিতর্কের সৃষ্টি হয় বলে মনে করতেন অজয়। ব্যক্তিগত জীবন গোপন রাখাই পছন্দ করেন অজয়। সেই কারণেই করণের শো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেন অভিনেতা। পরে যদিও স্ত্রী কাজল এবং পরিচালক রোহিত শেট্টির সঙ্গে অতিথি হিসেবে করণের শোয়ে উপস্থিত হয়েছিলেন অজয়।

বলিউডের ‘ভাইজান’ সালমান খান একাধিকবার করণের শোয়ে গিয়েছেন। অষ্টম সিজনেও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ। কিন্তু করণের প্রস্তাবে আর সাড়া দেননি সালমান।

বলিপাড়া সূত্রে খবর, করণের শোয়ে গিয়ে কোনো রকম বিতর্কের সঙ্গে নিজের নাম জড়াতে চাননি সালমান। ঘনিষ্ঠ মহলে অভিনেতা জানিয়েছিলেন, এই শোয়ে গেলেই বিতর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হতে পারেন তিনি। তাই করণের শোয়ে অতিথি হয়ে হাজির হবেন না।

ছবি: সংগৃহীত

করণের শোয়ে গোড়ার দিকে অতিথি হিসেবে দেখা গিয়েছিলো বলিউডের আরেক অভিনেতা জন আব্রাহমকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত পছন্দ-অপছন্দেরও পরিবর্তন হয়েছে অভিনেতার। আর নাকি করণের শোয়ে যেতে চান না তিনি।

বলিপাড়া সূত্রে খবর, জন নিজের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবন মিশিয়ে ফেলতে চান না। ক্যামেরার সামনে নিজেকে অভিনেতা হিসেবেই ধরে রাখতে চান তিনি। যে ধরনের অনুষ্ঠান তার জীবন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে তা থেকে দূরে থাকার চেষ্টা করেন অভিনেতা। এই কারণে করণের শোয়ে আর দেখা যায়নি জনকে।

ছবি: সংগৃহীত

আরো পড়ুন: যে কারণে মেয়ের জন্মের পর শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহিদ

কখনো হিন্দি চলচ্চিত্রজগতের খ্যাতনামী ছবিনির্মাতা সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে, কখনো বা অভিনেতা এবং জীবনসঙ্গী অভিষেক বচ্চনের সঙ্গে করণের শোয়ে অতিথির আসনে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ঐশরিয়া রায় বচ্চনকে। কিন্তু পরবর্তীকালে করণের শোয়ে যাওয়ার প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

শোনা যায়, করণের শোয়ে গেলে বচ্চন পরিবারকে নিয়ে আলোচনা হতে পারে, এই কারণেই শো এড়িয়ে গিয়েছেন রায় সুন্দরী। বচ্চন পরিবারের খুঁটিনাটি নিয়ে চার দেয়ালের বাইরে আলোচনা করা পছন্দ করেন না ঐশরিয়া। করণের শোয়ে সেগুলো নিয়ে কথা বলতে চান নি তিনি। বিতর্ক থেকে দূরে থাকার জন্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা রক্ষা করার জন্য করণের শোয়ে আর যেতে চান না অভিনেত্রী।

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক কালে উপার্জনের নিরিখে অভিনেতাদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়েছেন কার্তিক আরিয়ান। করণের শোয়ে অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে গিয়েছিলেন কার্তিক। তারপর আবার নাকি সেই শোয়ে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।

বলিউড পাড়ার একাংশের দাবি, পেশাগত কারণে করণের সঙ্গে মতের অমিল হয়েছিলো কার্তিকের। একটি ছবি থেকে কার্তিককে বাদও দিয়ে দিয়েছিলেন করণ। সে কারণেই নাকি করণের শোয়ে যেতে চাননি কার্তিক।

ছবি: সংগৃহীত

তবে শোনা যায়, অষ্টম সিজনে অতিথি হিসেবে থাকার জন্য প্রস্তাব দেয়া হয়েছিলো কার্তিককে। কিন্তু অভিনেতা স্বভাবে লাজুক। তা ছাড়া কোনো রকম বিতর্কে জড়াতে চান না তিনি। তাই করণের শোয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App