রাতে হুমকি দিনে মামলা ওমর সানীর

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

ওমর সানী
অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট নিয়মিত ওমর সানী। বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার প্রকাশ করেছেন ক্রোধ। মাঝরাতে দিয়ে বসেছেন হুমকি।
মঙ্গলবার (৯ জুলাই) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওমর সানী। সেখানে এ নায়ক লেখেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি…’।
মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় নায়কের এমন রুদ্রমূর্তি দেখে নড়েচড়ে ওঠেন নেটাগরিকরা। অনেকে কৌতূহলী হয়ে জানতে চান কারণ।
তবে পরে এসে গণমাধ্যমে ওমর সানী জানান রাতে যাকে হুমকি দিয়েছিলেন মঙ্গলবার সকালে তার নামে মামলা ঠুকে দিয়েছেন।
মামলা ও হুমকির কারণ ব্যাখ্যা করে ওমর সানী বলেন, ‘আমার ছেলের সঙ্গে যে ব্যবসায় প্রতারণা করেছিল। ওই মামলা আছে আর এছাড়া একজনকে ধার দিয়েছিলাম কিছু টাকা। পরিমাণে সামান্য। তার যথেষ্ট সামর্থ্য আছে। চাইলে ১০ মিনিটে দিতে পারে। কিন্তু দিচ্ছে না। উল্টো হুমকির সুরে কথা বলছে। এটা নিয়ে আদালত পর্যন্ত আসতাম না। কিন্তু যখন হুমকির সুরে কথা বলল তখন আমার মনে হয়েছে দুনিয়াতে এসেছি একবার যাব একবার। এজন্য মামলা করে দিয়ে এসেছি।’
যার বিরুদ্ধে (হুমকিদাতার) মামলা করেছেন তার পরিচয় জানতে চাইলে বিস্তারিত না জানিয়ে এ নায়ক বলেন, ‘আমাদের সার্কেলেরই একজন। ছোট ভাইয়ের মতো।’
এর আগে ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন ব্যবসায় লাভের আশায় লগ্নি করে ২ কোটি ২৬ লাখ টাকা (ওমর সানীর দেওয়া তথ্য অনুযায়ী) লোকসান দিয়েছিলেন। এজন্য দায়ী করেছিলেন নিশাত বিন জিয়া নামের এক ব্যক্তিকে। নিয়েছিলেন আইনি পদক্ষেপ। এ মামলাটি সম্পর্কে জানতে চাইলে সানী বলেন, ‘এটা সময়ের ব্যাপার। আদালত যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। এই মামলার জন্য মাঝে মাঝেই আমাদের আদালতে আসা যাওয়া করতে হয়।’
প্রসঙ্গত, ওমর সানীকে শেষ দেখা গেছে ডেড বডি নামের একটি সিনেমায়। ছবিটির পরিচালক এমডি ইকবাল। সানি ছাড়াও শ্যামল মাওলাসহ অনেকেই অভিনয় করেছেন এ ছবিতে।