অংকে ফেইল করে আবেদ আলীকে অনেক খুঁজেছিলাম: বাপ্পী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৭:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসকাণ্ডে উত্তাল সারাদেশ। গ্রেপ্তারকৃত গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ জড়িত অন্যদের নিয়ে আলোচনা-সমালোচনা এখন তুঙ্গে।
এদিকে এই ঘটনায় অভিযুক্ত সৈয়দ আবেদ আলীকে নিয়ে পোস্ট করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তিনি অভিযুক্ত এই গাড়িচালককে তার সঙ্গে দেখা করতে বলেছেন।
বাপ্পির এমন পোস্টে হতবাক নেটিজেনরা। হঠাৎ আবেদ আলীকে কেন দেখা করতে বললেন তিনি? প্রশ্নটি যেন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাথায়। বাপ্পির সঙ্গে আবেদ আলীর সম্পর্কই বা কী? দুজন একেবারই আলাদা ভুবনের মানুষ। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আবেদ আলীকে খুঁজছেন বাপ্পি।
বৃহস্পতিবার (১১ জুলাই) নিজের ফেসবুকে বাপ্পি লিখেছেন, আমি অংকে ফেল করেছিলাম, ওইসময় আবেদ আলী ভাইকে খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না। আপনি বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন।
পোস্টে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিংকও দিয়েছেন এই অভিনেতা। তবে বোঝাই যাচ্ছে, মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা নেই বাপ্পীর। চুক্তিবদ্ধ হননি নতুন কোনো সিনেমাতেও। এমনকি তার অভিনীত প্রায় পাঁচটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও তা অনিশ্চিত বলে জানা গেছে।
আরো পড়ুন : প্রশ্নফাঁস: ৫০ লাখে বিসিএস পাসের প্যাকেজ