এগুলো দুষ্টু কোকিলের কাজ, আবেদ আলী প্রসঙ্গে চঞ্চল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৩:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা এখন দেশজুড়ে আলোচনার মুখ্য বিষয়। প্রশ্নফাঁসে জড়িত পিএসসির তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রশ্নফাঁস চক্রের প্রধান ব্যক্তি হিসেবে নাম এসেছে পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর। তিনি পেশায় একজন গাড়িচালক হলেও কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটির বিষয়ে দৃষ্টি পড়ে নেটিজেনদের। বিভিন্ন সময় ফেসবুকে তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার কথা বলার পোস্টগুলো নিয়ে ট্রোল করছেন তারা। এর মধ্যে শোবিজের তারকারাও রয়েছেন।
গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ সিনেমার একটি দৃশ্য থেকে নেয়া ছবি দিয়ে ট্রোল করা এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ছবিটিতে অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাচ্ছে। এতে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত আবেদ আলীর সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়েছেন মিমকারীরা।
আরো পড়ুন : অংকে ফেইল করে আবেদ আলীকে অনেক খুঁজেছিলাম: বাপ্পী
মিমের পোস্টে চঞ্চলের ছবিটি অসাধারণ হলেও সেখানে দুটি বাক্য জুড়ে দেয়া হয়েছে। যা বেশ প্রাসঙ্গিক। মিমের উপর লেখা, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা।’ আর ছবির নিচে বড় করে লেখা, ‘চাচা আপনে?’ এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাতে হুমড়ি খেয়ে পড়ছেন নেটিজেনরা। যা বেশ হাস্যরসের সৃষ্টি করেছে। এবার সেই হাস্যরসকে উস্কে দিলেন স্বয়ং অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা ‘মনপুরা’ সিনেমার এই দৃশ্য নিয়ে তৈরি করা মিমের ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করেছেন।
এ অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আমি আবার কি করলাম রে ভাই…? এইগুলা দুষ্টু কোকিলের কাজ। আমি নির্দোষ।’ তার এই ক্যাপশন ও পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মিমটি পোস্টের মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ৩০ হাজার রিঅ্যাকশন এসেছে।