×

বিনোদন

বিনা দাওয়াতে আম্বানির ছেলের বিয়েতে গিয়ে আটক ২

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১০:১১ পিএম

বিনা দাওয়াতে আম্বানির ছেলের বিয়েতে গিয়ে আটক ২

বিনা দাওয়াতে আম্বানির ছেলের বিয়েতে গিয়ে আটক ২। ছবি: সংগৃহীত

   

ভারতের আম্বানি পরিবারের অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়েতে হাজির হয় পুরো দুনিয়ার তারকারা। তবে চাঞ্চল্যকর বিষয় হল ওই বিয়েতে নিমন্ত্রণ ছাড়া গিয়ে আটক হয়েছেন ২ ব্যক্তি। পরে অবশ্য তাদের ছেড়ে দেয় কর্তৃপক্ষ। 

চলতি মাসের শুক্রবার (১২ জুলাই) মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসে অন্যতম আলোচিত এই বিয়ের আসর। অনুষ্ঠানে প্রবেশ করার জন্য ছিল একাধিক গেট। সেখানেই নিরাপত্তা টপকে প্রবেশের চেষ্টা করায় পুলিশের হাতে আটক হন দুই ব্যক্তি।

জানা যায়, নিরাপত্তারক্ষীরাই প্রবেশদ্বারে ওই দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। খবর হিন্দুস্থান টাইমসের। 

মুম্বাই পুলিশ জানিয়েছে, আটক হওয়া একজনের নাম লোকমান মুহম্মদ শফি শেখ (২৮) এবং আরেকজনের নাম ভেঙ্কটেশ নরসাইয়া আলুরি (২৬)।  দুজন দুই আলাদা গেটে ধরা পড়েন। আটক হওয়া লোকমান মুহম্মদ পেশায় ব্যবসায়ী এবং ভেঙ্গটেশ অন্ধ্রপ্রদেশের একজন ইউটিউবার। 

পুলিশের জেরার মুখে তারা জানায়, তারকাখচিত বিয়ের অনুষ্ঠানের সাক্ষী হতে তারা অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করে। ইউটিউবার ভেঙ্কটেশ জানান, ‘গোটা বিয়ের অনুষ্ঠান নিজের চ্যানেলে রেকর্ড করতে চেয়েছিলাম।’ কৌতূহল থেকেই এমন কাণ্ড ঘটান ওই দুই ব্যক্তি।

আরো পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে এসে ধাক্কা খেলেন নিক জোনাস!

এর আগে বিয়ে আমন্ত্রণ পত্র না থাকায় তাদের গেটেই আটক করে নিরাপত্তারক্ষীরা। এসময় তাদের প্রবেশ করতে নিষেধ করা হলে তারা অভব্য আচরণ করেন। পরে বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।

পরে অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App