প্রকাশ্যে গৌরী-শাহরুখের ‘গোপন’ আলোচনার ভিডিও

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৩:২৮ পিএম

শাহরুখ খান এবং গৌরী খান
চার দিকে এত আয়োজন। বিয়ের মণ্ডপের সামনে বসে রয়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট তখন সাত পাক ঘুরছেন। তাদের জীবনের স্মরণীয় মুহূর্তে ডুবে রয়েছেন অতিথিরাও। কিন্তু বিয়েতে মন নেই শাহরুখের। বরং মণ্ডপ থেকে নজর সরিয়ে খোশমেজাজে গল্প করে চলেছেন তিনি। এমনই একটি ভিডিও সমাজিক মাধ্যমে ঘুরাফেরা করছে। খবর: আনন্দবাজার পত্রিকা।
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিওতে দেখা যায়, শাহরুখের পাশে বসে রয়েছেন তার স্ত্রী গৌরী খান। হাত নাড়িয়ে নানা রকম অঙ্গভঙ্গি করে গৌরীর সঙ্গে কথা বলে চলেছেন অভিনেতা। শাহরুখ-পত্নী তখন শ্রোতামাত্র।
আরো পড়ুন: আমিশাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ইমরান হাশমি
ভিডিওটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘শাহরুখ এবং গৌরীকে আমি এক বিয়েবাড়িতে দেখেছিলাম। দু’জনকে দেখে মনে হচ্ছিল, এখনো তাদের মধ্যে কৈশোরের প্রেম বেঁচে রয়েছে। দু’জন সব সময় হাত ধরে রয়েছেন, গল্প করছেন। মাঝেমধ্যে হেসে গড়িয়ে পড়ছেন।’
আরেক নেটাগরিকের মন্তব্য, ‘গৌরীকে এক সাক্ষাৎকারে বলতে শুনেছিলাম যে, শাহরুখ নাকি খুব কথা বলেন। এই ভিডিও তারই প্রমাণ।’ আবার একজন মজা করে বলেছেন, ‘শাহরুখ এবং গৌরী এই সুযোগে তাদের বিয়ের মন্ত্রগুলো আবার ঝালিয়ে নিচ্ছেন।’ আর একজন আবার লিখেছেন, ‘নিশ্চয়ই কোনো গোপন আলোচনা সেরে নিচ্ছেন দু’জন।’