পিরিয়ড সচেতনতায় শুভশ্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী
পিরিয়ড নিয়ে একটি রিলস ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। যেখানে দেখা যাচ্ছে, ক্লাসের পড়–য়াদের পিরিয়ড সচেতনতার পাঠ দেয়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাস ভর্তি পড়–য়াদের মধ্যে ছেলেমেয়ে উভয়েই রয়েছে। আর প্রত্যেককেই বোঝানো হচ্ছে, মাসিকের সময় ব্যবহার হওয়া পণ্যগুলো নিয়ে।
ট্যাম্পন হোক বা মেনস্ট্রæয়াল প্যাড, সেগুলোর ব্যবহারও বুঝিয়ে দিচ্ছে একপ্রকার হাতে ধরে। যা নিঃসন্দেহে পিরিয়ড সচেতনতায় এক যুগান্তকারী পদক্ষেপ। পেয়্যারি পিরিয়ড নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। বর্তমান সময়ে অল্প বয়স থেকেই সন্তানদের মধ্যে পিরিয়ড সচেতনতা তৈরির ওপর জোর দেয়া হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায়, শুরুর দিকে এই বিষয় নিয়ে ধারণা না থাকায়, স্কুলে বন্ধুদের সামনে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কখনো আবার ক্লাসের ছেলেরা এই নিয়ে বুলি করে মেয়েদের।
এসব বন্ধ করতে দরকার সঠিক শিক্ষার। আর তা যে শুভশ্রীও বিশ্বাস করেন, তা তার ইনস্টাগ্রাম স্টোরি থেকেই স্পষ্ট। দুই সন্তানের মা শুভশ্রী। ২০২০ সালে জন্ম হয়েছে তার প্রথম সন্তান, ছেলে ইউভানের। আর ২০২৩ সালে জন্ম দেন ইয়ালিনির।