×

বিনোদন

খোঁজ পাওয়া গেল পপির, ফিরছেন পর্দায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

খোঁজ পাওয়া গেল পপির, ফিরছেন পর্দায়

সাদিকা পারভীন পপি

   

কিছুদিন পর পর বিনোদন পাড়ায় হায়-হুতাশ শোনা যায়। পপি কোথায়! পপি নাই! তাকে নিয়ে শোনা যেত নানা গুঞ্জন। এরই মধ্যে তার বিয়ে ও মা হওয়ার খবর পেয়ে গেছেন সবাই। নতুন খবর হচ্ছে পর্দায় ফিরছেন পপি। মুক্তি প্রতীক্ষিত পপির সিনেমার নাম ‘ডাইরেক্ট অ্যাকশন’।

নতুন সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভীন পপি। এতে তার বিপরীতে আছেন আমিন খান। ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ। ছবিটি বানিয়েছেন সাদেক সিদ্দিকী।

তিনি বলেন, ‘এরই মধ্যে ছবির সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে ছবিটি মুক্তি দেব। আপাতত সেটা আর করা যাচ্ছে না।’

আরো পড়ুন: মুক্তি পেছাল ‘একটি খোলা জানালা’ (ভিডিও)

শহীদুল ইসলাম খোকন, সোহানুর রহমান সোহানদের মতো বড় পরিচালকদের সঙ্গে কাজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন পপি। পেয়েছিলেন জনপ্রিয়তা। সেই পপি হঠাৎ হারিয়ে যান। কয়েক বছর আগে শিল্পী সমিতির নির্বাচনে এক ভিডিওবার্তার মাধ্যমে আবারও দেখা যায় তাকে। তারপর আবারও আত্মগোপনে চলে যান এই ঢালিউড অভিনেত্রী।

সিনেমার মুক্তি উপলক্ষে পপির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? জানতে চাইলে পরিচালক জানান, না। তিনি বলেন, ‘শুটিং চলাকালে পপি বলেছিলেন, বিয়ের পর থেকে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবেন। যতদূর জানি, তিনি পরিবার নিয়ে ধানমন্ডিতে থাকেন। আমাদের উচিত তাকে নিজের মতো থাকতে দেওয়া।’

২০১৯ সালে মুক্তি পায় পপি অভিনীত শেষ ছবি ‘দি ডিরেক্টর’। অন্যদিকে বেশ আগে নির্মাণ শেষ হওয়া ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তির ঘোষণা এসেছিল বেশ কয়েকবার।

আরো পড়ুন: বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিক কার কত?

বারবার পিছিয়ে দেওয়ার পর অবশেষে জানা গেল, এ বছর মুক্তি পাচ্ছে ছবিটি। যদি আবারও থমকে না যায়, তাহলে পপির নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি পাবে আগামী ২৩ আগস্ট।

প্রসঙ্গত, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। ২০২০ সালে হঠাৎ করেই নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান তিনি। এরপর একাধিকবার তার বিয়ে, সন্তানের খবর প্রকাশ পেলেও প্রকাশ্যে আসেননি এই অভিনেত্রী। এমনকি বিয়ে, সন্তান নিয়েও কোথাও কোনো মন্তব্য করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App