×

বিনোদন

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে বিমানবন্দরে মালাইকা-অর্জুন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে বিমানবন্দরে মালাইকা-অর্জুন!

ছবি: সংগৃহীত

   

কয়েক মাস আগেই বি-টাউনে খবর ছড়ায়, সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপূর। পাঁচ বছর একসঙ্গে থাকার পরে সম্পর্কে ভাঙন ধরেছে তাদের। খবরে সিলমোহর দিয়েছিলেন মালাইকা-অর্জুনেরই এক ঘনিষ্ঠ সূত্র। যদিও এই বিষয়ে তারকা জুটি নিজেরা মুখ খোলেননি। 

শুক্রবার (২৬ জুলাই) এই সব জল্পনার মধ্যেই মালাইকা ও অর্জুনকে একসঙ্গে বিমানবন্দরে দেখা গেল । গাড়ি থেকে নেমে মুম্বাই বিমানবন্দরে প্রবেশ করতেই সাংবাদিকদের ক্যামেরায় ধরা দেন মালাইকা। 

এ দিন তার পরনে ছিল নীল রঙের কোট ও সাদা প্যান্ট। চোখে রোদচশমা। এর কিছুক্ষণ পরেই বিমানবন্দরে এসে পৌঁছান অর্জুন। তার পরনে ছিল কালো টিশার্ট ও কালো প্যান্ট। দু’জনে একসঙ্গে প্রবেশ না করলেও, নেটাগরিকরা এই ছবি দেখে মনে করছেন, সম্পর্ক মেরামত করতেই কোথাও যাচ্ছেন মালাইকা-অর্জুন।

আরো পড়ুন: ভিকিকে একা রেখে হঠাৎ অস্ট্রিয়ায় ক্যাটরিনা!

দু’জনের সম্পর্কে কী কারণে দূরত্ব তৈরি হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। বিচ্ছেদ নিয়েও নিজে থেকে কোনো বিবৃতি দেননি তারা। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে মন খুলে নাচতে দেখা গিয়েছিল অর্জুন কাপূরকে। তবে সেই সময় বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। গুঞ্জন ছড়ায়, অন্য এক পুরুষের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। কিন্তু শুক্রবার ফের দু’জনকে একসঙ্গে বিমানবন্দরে দেখে নেটাগরিকেরা মনে করছেন, মান-অভিমানের পালা হয়তো এবার শেষ করতে চলেছেন বলিউডের এই ‘পাওয়ার কাপল’।

বিচ্ছেদের খবর ছড়ানোর পরে, মালাইকা-অর্জুনের এক ঘনিষ্ঠ জানিয়েছিলেন, তারা সৌজন্য বজায় রাখবেন নিজেদের মধ্যে। বরাবরই সম্পর্কে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তারা। আপাতত সত্যটা কী, তা জানার অপেক্ষায় রয়েছেন মালাইকা ও অর্জুনের অনুরাগীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App