×

বিনোদন

ফের কমেডি ছবিতে কার্তিক আরিয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের কমেডি ছবিতে কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান

   

‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির নাম ভূমিকায় কার্তিক আরিয়ানের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচক, দুই মহলেই। যার প্রভাব পড়েছিল বক্স অফিসেও। দারুণ ব্যবসা করেছিল ‘চন্দু চ্যাম্পিয়ন’। ফের কমেডি ঘরনার ছবিতে ফিরে আসছেন কার্তিক।

বলিপাড়ার অন্দরের ফিসফাস, ‘পতি পতœী অওর ও’ ছবির সিক্যুয়েলে দেখা যাবে কার্তিককে। ইতোমধ্যেই নাকি সেই ছবির গল্প শুনে মৌখিকভাবে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন এই বলি-অভিনেতা। তবে সই-সাবুদের কাজ এখনো বাকি রয়েছে।

২০১৯ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘পতি পতœী অওর ও’। কমেডি ঘরনার এই ছবি ছিল সঞ্জীবকুমার, বিদ্যা সিংহ এবং রঞ্জিতা অভিনীত ১৯৭৮-এর ছবিটির ‘অফিসিয়াল রিমেক’ এই ছবি। কার্তিকের ট্রেডমার্ক দীর্ঘ মনোলগ ছিল এ ছবিতেও। মধ্যবিত্ত পুরুষের ‘হতাশা’ নিয়ে কার্তিকের কয়েক মিনিটের ভাষণে বেশ জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। ‘পতœী’ ভূমি পেডনেকর এবং ‘ও’-এর ভূমিকায় অনন্যা পান্ডেও আদায় করে নিয়েছিল প্রশংসা। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া ৩’-এর শুটিং শেষেই নাকি পতি পতœী অওর ও ২-এর শুট শুরু করে দেবেন কার্তিক।

সূত্রের খবর, এই সিক্যুয়েলেও একচোট শহরের মধ্যবিত্ত মিষ্টি নায়কের চরিত্রে দেখা যাবে কার্তিককে। এবারের ‘ও’ চরিত্রে কোন নায়িকা হাজির হবেন, সে খবর এখনো পাওয়া যায়নি। তবে চিত্রনাট্যে নাকি এবারো থাকতে চলেছে রসালো, দ্ব্যর্থক ইঙ্গিতে ভরপুর কিন্তু শালীনতার গণ্ডি পেরোবে না এমন সংলাপ। যথেষ্ট মোচড়ও নাকি থাকতে চলেছে ক্লাইম্যাক্সে।

এই মুহূর্তে বাজার গরম কার্তিকের। মধ্যবিত্ত সমাজের মিষ্টি নায়কের চরিত্র ছাড়াও যে অন্যান্য ভূমিকায় তাকে মানাতে পারে তার হাতে গরম প্রমাণ তিনি দিয়েছেন ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির মাধ্যমে। ‘ভুল ভুলাইয়া’র মতো অক্ষয় কুমারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ছবি যেভাবে একা কাঁধে টেনে বক্স অফিস পার করে দিয়েছেন কার্তিক, তার ফলে এই নয়া ছবির খবরে নড়েচড়ে বসেছে বলিপ্রেমী দর্শক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App