×

বিনোদন

ভেনিস চলচ্চিত্র উৎসবে লড়বে যেসব সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভেনিস চলচ্চিত্র উৎসবে লড়বে যেসব সিনেমা

ছবি: সংগৃহীত

   

ভেনিস চলচ্চিত্র উৎসবকে প্রতি বছর হলিউডের পুরস্কার মৌসুমের শুরু হিসেবে দেখা হয়। এতে নির্বাচিত ছবিগুলোর বেশির ভাগই অস্কারে ফেভারিট হয়ে থাকে।

ইতালির লিদো দ্বীপে আগামী ২৮ আগস্ট উঠবে এই চলচ্চিত্র উৎসবের পর্দা, নামবে ৭ সেপ্টেম্বর। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে উৎসবের ৮১তম আসরের মনোনীত সিনেমাগুলোর তালিকা ঘোষণা করা হয়েছে।

এ বছর মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য প্রতিদ্ব›িদ্বতা করবে ২১টি চলচ্চিত্র। উৎসবে প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।

এই তালিকায় আছে স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’। উৎসবে স্বর্ণসিংহের অন্যতম দাবিদার বলা হচ্ছে ছবিটিকে। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। এ ছবিতে আছেন টিলডা সুইনটন ও জুলিয়ান মুরকে।

এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলো মধ্যে একটি হচ্ছে- ‘জোকার : ফলি আ ডিউ’। টড ফিলিপস পরিচালিত ‘জোকার’ সিনেমার সিকুয়েলটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আছে। ৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ভেনিসে প্রিমিয়ার হবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত সিনেমাটির।

প্রতিযোগিতা বিভাগে লড়বে ফ্রান্সের তিন ছবি, ইতালির পাঁচ ছবি। একমাত্র এশীয় সিনেমা হিসেবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিউ হুয়া ইয়ের ‘স্ট্রেঞ্জার আইস’। ছবিটি নির্মিত হয়েছে সিঙ্গাপুর, তাইওয়ান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়।

হ্যালিনা রেজিনের ইরোটিক থ্রিলার ‘বেবিগার্ল’ও আছে সেরা ছবির দৌড়ে। এতে আছেন নিকোল কিডম্যান, হ্যারিস ডিকিনসনের মতো তারকা। আলোচনা চলছে মার্কিন ক্রাইম থ্রিলার ‘দ্য অর্ডার’ নিয়েও। জাস্টিন কারজেল পরিচালিত এ সিনেমায় এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন জুড ল। ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর ছবি ‘কুইয়ার’ নিয়েও চলছে চর্চা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।

এছাড়া স্বর্ণসিংহের দৌড়ে আছে পাবলো লরেইনের ‘মারিয়া’। চিলির নির্মাতার এই ছবিতে প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের চরিত্রে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলিকে।

উদ্বোধনী রাতে থাকছে টিম বার্টন পরিচালিত ‘বিটলজুস বিটলজুস’। আগামী ২৮ আগস্ট প্রতিযোগিতার বাইরে এর প্রদর্শনী হবে। ছবিতে প্রধান চরিত্রে ফিরছেন মাইকেল কিটন। এছাড়া অভিনয় করেছেন উইনোনা রাইডার, ক্যাথেরিন ও’হারা, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো ও জেনা ওর্টেগা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App