ঢাকায় নচিকেতার কনসার্ট স্থগিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

নচিকেতা চক্রবর্তী
প্রায় এক মাস আগে কনসার্টের তারিখ চূড়ান্ত হয়। ২৬ জুলাই ঢাকায় গান গাওয়ার জন্য প্রস্তুত ছিলেন ওপার বাংলার শিল্পী নচিকেতা চক্রবর্তী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতেও বাংলাদেশে এসে গান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত এ কনসার্ট বাতিল করা হয়েছে। নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা জানিয়েছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে। সদ্যই কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে ভারতীয় রাজ্য সরকারের বিশেষ পুরস্কার ‘মহানায়ক সম্মান’-এ ভূষিত হয়েছেন নচিকেতা।