×

বিনোদন

ইন্টারনেট অচল ও কারফিউ

যেমন কাটছে তারকাদের সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যেমন কাটছে তারকাদের সময়

মোশাররফ করিম ও সুনেরাহ বিনতে কামাল

   

কোটা সংস্কার আন্দোলনের জের ধরে প্রায় এক সপ্তাহ ইন্টারনেটবিহীন কাটাতে হয়েছে পুরো দেশবাসীকে। তার মধ্যে ছিল টানা কারফিউ। বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট এলেও ফেসবুক, ইন্স্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো অনেকটাই অকার্যকর হয়ে আছে। দেশের এই পরিস্থিতিতে কেমন কাটছে দিন? জানালেন শোবিজের কয়েকজন তারকা

মোশাররফ করিম

আধুনিক সময়ে এসে দেশের এমন স্থবির অবস্থা একেবারেই কাম্য নয়। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। দেশ আবার আগের মতো সুন্দর ও স্বাভাবিক হবে। কারফিউর এই সময়ে সব কাজ বন্ধ। বাসায় বসে বই পড়ে, টিভিতে খবর দেখে সময় কেটেছে। তবে ইন্টারনেট সংযোগ না থাকায় একটা ইতিবাচক প্রভাবও পড়েছে। মানুষের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরশীলতা কমে আসছে। জীবনকে নতুনভাবে উপলব্ধি করা হচ্ছে। অনেকেই বই পড়ায় ফিরে গিয়েছে।

চঞ্চল চৌধুরী

এই কটা দিন একটা দুর্যোগময় পরিস্থিতিতে ছিলাম। আমি কেন, পুরো দেশের মানুষই তাই ছিল। এর আগে এমন অভিজ্ঞতা হয়েছিল করোনার লকডাউনের সময়। তখন অবস্থা সোশ্যাল হ্যান্ডেল বন্ধ ছিল না। ফলে এবার তার চেয়েও কঠিন অবস্থায় ছিলাম। যদিও দুর্যোগ এখনো পুরোপুরি কাটেনি। তবে যত দ্রুত সেটি কেটে যায়, সেটাই সবার জন্য মঙ্গল হবে। ইন্টারনেট তো শুধু ফেসবুক আর ইউটিউব দেখার জন্য না। ইন্টারনেট এখন আমাদের যোগাযোগ ও বাণিজ্যের অন্যতম মাধ্যম। অসংখ্য মানুষের রুটি-রুজির বিষয়। এটা এখন আমাদের জীবনযাত্রা খুবই দরকারি অনুষঙ্গ। ফলে এটা ছাড়া সময়টা খুবই কঠিন। আশা করছি, ইন্টারনেটসহ আমাদের জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক হবে। আমরা দ্রুত কাজে ফিরতে পারব।

সিয়াম আহমেদ

একটা দমবন্ধ সময় পার করেছি। আমাদের প্রিয় দেশটার বয়স ৫০ পার হওয়ার পরও যদি এ রকম সময় পার করতে হয় তাহলে এটা খুব দুঃখজনক। অন্য সবার মতো আমিও দ্রুত স্বাভাবিক সময়ে ফিরতে চাই। টানা কিছুদিন শুটিং নিয়ে ব্যস্ত থাকায় পরিবারকে সেভাবে সময় দেয়া হচ্ছিল না, কারফিউয়ের সময়টা পরিবারকে দিয়েছি।

সুনেরাহ বিনতে কামাল

পুরো আন্দোলন থেকে শুরু করে ইন্টারনেট বন্ধের সময়টা আতঙ্কজনক ছিল। এটা এমন সময়ও নয় যে পরিবারের সঙ্গে মজা করে সময় কাটাব কিংবা আনন্দের সঙ্গে থাকব। অবশ্যই অনেক দিন পর পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। নিজেকেও সময় দিয়েছি। কারণ ইন্টারনেট না থাকায় পুরো সময়টা যেন কেমন অচল হয়ে গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App