×

বিনোদন

স্মৃতিচারণে ‘শাফিন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মৃতিচারণে ‘শাফিন’

ছবি: সংগৃহীত

   

গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। তার মৃত্যুর খবরে বাংলাদেশের সংগীত অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। নন্দিত এই শিল্পীকে ঘিরে স্মৃতিচারণ করেছেন তার বন্ধু-সহকর্মীরা

বিনম্র শ্রদ্ধা শাফিন আহমেদের প্রতি

জেমস, নগরবাউল

সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শাফিন আহমেদের গানের কয়েকটি লাইন ব্যবহার করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেমস। লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা/যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না।’ সদ্য প্রয়াত শাফিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সবাই তার আত্মার চিরশান্তি কামনা করি।’

ব্যান্ড মিউজিকে শাফিনের অনেক অবদান

নকীব খান, রেনেসাঁ

সকালে ঘুম থেকে উঠে এ রকম একটা খবর পাব কখনো কল্পনাও করিনি। আমরা কখনো শুনিনি শাফিন অসুস্থ। আমাদের জন্য তার মৃত্যুর খবর মেনে নেয়া কঠিন। কিছু বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি। শাফিনের অনেক কনট্রিবিউশন আছে ব্যান্ড মিউজিকে। সে নিজে গান লিখত, সুর করত, নিজেই গাইত। সে কেমন মিউজিশিয়ান ছিল তা সবারই জানা। ভালো গিটার বাজানো থেকে শুরু করে সে নিজেই একটা ব্যান্ড ছিল। আমাদের মাঝ থেকে এ ধরনের প্রতিভা চলে যাওয়া, এটা আসলে ভাবতে পারছি না। শাফিন আহমেদের মৃত্যু দেশের ব্যান্ড মিউজিক ও ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য এক বিরাট ক্ষতি। আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আমরা একসঙ্গে ব্যান্ড মিউজিক করতাম, এক স্টেজে গান থেকে অনেক স্মৃতি। তার মৃত্যু আমাদের জন্য বিশাল ক্ষতি।

আমাদের সম্পর্কটা ছিল আত্মিক

পার্থ বড়ুয়া, সোলস্

খবর শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ছিলাম। আমাদের সম্পর্কটা ছিল আত্মিক। এই মুহূর্তে আর কিছু বলার ভাষা নেই।

শ্রোতাদের হৃদয় ছুঁয়েছিল তার গান

ফোয়াদ নাসের বাবু, ফিডব্যাক

সকাল সকাল এমন একটা খবর পাব, যেটা খুবই মর্মাহত করেছে আমাদের। প্রথম শোনায় বিশ্বাস হয়নি, এখনো মনে হচ্ছে খবরটা হয়তো ভুল হতে পারে। শ্রোতাদের হৃদয় ছুঁয়েছিল তার গান। তার আকস্মিক মৃত্যুতে ভীষণ শোকাহত।

তার উপস্থিতি সবাইকে মজিয়ে রাখত

লতিফুল ইসলাম শিবলী, গীতিকবি

নব্বইয়ের শুরুর দিক থেকেই শাফিন ভাইয়ের সঙ্গে আমার কাজ। ‘প্রত্যয়’ অ্যালবামে গান করেছি। এছাড়া শাফিন ভাইয়ের একক অ্যালবামে আমার লেখা অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। সত্যি কথা বলতে, তিনি খুব মজার মানুষ ছিলেন। তার উপস্থিতি সবাইকে মজিয়ে রাখত। এই মানুষটার মৃত্যুর খবর শোনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি। তার জন্য সব সময়ই দোয়া থাকবে। তিনি যেখানেই থাকবেন সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App